আমাদের সৌরজগতে বর্তমানে গ্রহ আছে ৮টি। অবশ্য আগে ৯টি গ্রহই ছিল। কিন্তু ২০০৬ সালে প্লুটোকে গ্রহের মর্যাদা থেকে সরিয়ে বামন গ্রহ হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
তবে সৌরবিজ্ঞানীরা বলছেন আমাদের সৌরজগতে আরও একটি গ্রহ নতুন যোগ হতে পারে। তবে এটা নিয়ে এখনই উত্তেজিত হওয়ার দরকার নেই। তারা মাত্র কিছু প্রমান খুঁজে পেয়েছেন। কিন্তু প্রকৃত গ্রহ হিসেবে স্বীকৃতি পাবার মত যথেষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি।
গ্রহটি আসলে এখনও খুঁজেই পাওয়া যায়নি এবং সত্যি সত্যি এই গ্রহের অস্তিত্ব আছে কিনা সেটাও এখনো নিশ্চিত নয়। কিন্তু কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই গ্রহ আসলেই আছে এবং পৃথিবীর জ্যোতির্বিদেরা সেটা খুঁজে বের করবে।
আমাদের পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করে ৩৬৫ দিনে। পৃথিবী থেকে সূর্যের নিকটতম গ্রহগুলোর সূর্যকে প্রদক্ষিণ করতে এর চেয়ে কম সময় লাগে। আর সূর্য থেকে গ্রহের দূরত্ব যত বেশি সেটির সূর্যকে প্রদক্ষিণ করার সময়ও লাগে বেশি।
সেই হিসেবে এই অনাবিষ্কৃত ৯ম গ্রহটির সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগতে পারে ১০ হাজার থেকে ২০ হাজার বর্ষ।