ব্রিটিশ উদ্ভাবক জ্যাক ডাইসন এমন একটি এলইডি বাতি তৈরি করেছেন যেটি জ্বলবে আজীবন বা এক জীবনকাল। এটি এখন পর্যন্ত উদ্ভাবিত সবচাইতে আধুনিক, সুলভ এবং পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাতি হতে পারে।
২০০৪ সালে জ্যাক ডাইসন প্রতিষ্ঠা করেন ‘জ্যাক ডাইসন লাইটিং’। এই প্রতিষ্ঠান ২টি মডেলের বাতি তৈরি করেছে। একটি টেবিলের জন্য এবং একটি দেয়ালে লাগানোর জন্য। এ দুটিই এলইডি বাতি।
কিন্তু কীভাবে এতো বছর জ্বলবে এই বাতি? ডাইসন বলেন, ‘বাতি নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে বাতি অত্যধিক গরম হয়ে যাওয়া। তাই এই বাতির সাথে একটি হিট পাইপ যুক্ত করা হয়েছে যা অতিরিক্ত গরম বাতির কাছ থেকে সরিয়ে সারা ঘরে ছড়িয়ে দিবে। ফলে বাতি ঠাণ্ডা থাকবে এবং ক্ষতির হাত থেকে বাঁচবে। এভাবেই ৪০ বছর জ্বলতে পারবে এই এলইডি বাতি। এরপরও এই বাতি জ্বলবে তবে তার ৭০ শতাংশ আলো দিতে পারবে।
অবশ্য তাপ ছড়িয়ে দেয়ার এই প্রযুক্তি এরই মধ্যে মাইক্রোপ্রসেসর ও স্যাটেলাইটের মত জিনিসে ব্যবহার করা হয়েছে। তবে বৈদ্যুতিক বাতিতে এর সফল ব্যবহার এটিই প্রথম।
এই বাতি মানুষের বিদ্যুতের অপচয় কমিয়ে অর্থ সাশ্রয় করতে পারবে। একই সাথে পরিবেশের ক্ষতিও হবে কম।
প্রায় ১ বছর আগেই এই বাতি তৈরির খবর পাওয়া গেলেও সম্প্রতি এটি বাজারে এসেছে।