কিং অফ ব্লুজের বিদায়

কিংবদন্তী ব্লুজ সংগীতশিল্পী এবং গিটারিস্ট বি বি কিং ৮৯ বছর বয়সে মারা গেছেন। তার এটর্নি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত বৃহস্পতিবার তিনি মারা যান।

গত এপ্রিল মাস থেকেই কিং নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। ১৯৮০ সাল থেকেই তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। গত মাসে তিনি ডায়াবেটিসের কারণে হাসপাতালে ভর্তিও ছিলেন। তবে মারা যাওয়ার সময় তিনি নিজের বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।

কিং ব্লুজ ধারার সংগীতকে মূলধারার সংগীত হিসেবে প্রতিষ্ঠা করেন। একটি প্রজন্মকে তিনি রক গানের শ্রোতা হিসেবে গড়ে তোলেন। এরিক ক্ল্যাপটন আর স্টিভ রে ভন-এর মত বিখ্যাত সংগীতশিল্পীরাও তার থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন।

প্রতিভাবান এই শিল্পীর লাখ লাখ রেকর্ড বিক্রি হয়েছে তার জীবদ্দশায়। ব্লুজ ফাউন্ডেশনের হল অফ ফেম এবং রক এন্ড রোল হল অফ ফেম-এ তিনি অভিষিক্ত হন। ২০০৩ সালে রোলিং স্টোন ম্যাগাজিন কিংকে সর্বকালের সেরা গিটারিস্টদের তালিকায় ৩ নম্বরে স্থান দেয়। ‘One Kind Favor’ অ্যালবামের জন্য তিনি ২০০৯ সালে ১৫তম গ্র্যামি পুরষ্কার জয় করে নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন