ঘাসে মোড়ানো গাড়ি!

গ্রিন ট্রান্সপোর্ট বা সবুজ পরিবহন এবার আক্ষরিক অর্থেই আসতে যাচ্ছে। আর এ গাড়িটি তৈরি করছে জার্মানির বহুজাতিক অটোমোটিভ প্রতিষ্ঠান ডেইম্লার এজি।

ডেইম্লারের স্মার্ট ফরটো মডেলের গাড়ির পুরো দেহ ঢাকা থাকবে ৫ বর্গমিটারের জ্যান্ত গাছ দিয়ে। এগুলো পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে পরিচ্ছন্ন রাখবে।

এই গাড়ির প্রায় পুরো অংশ ঘাসজাতীয় ছোট ছোট গাছের কার্পেট দ্বারা ঢাকা থাকবে। গাড়ি নির্মাণকারী এই প্রতিষ্ঠানটি জানায়, এই গাড়ি বছরে ৭ কেজি কার্বনডাইঅক্সাইড বাতাস থেকে শোষণ করতে পারবে যেখানে একটি পরিপূর্ণ গাছ বছরে শোষণ করে আড়াই টন। গাড়িটি চলবে সৌরশক্তি এবং বায়ুশক্তির সাহায্যে।

পৃথিবীর বায়ুমণ্ডলে ক্রমাগত কার্বনডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে দেখা দিচ্ছে জলবায়ুর নেতিবাচক পরিবর্তন। বাতাসে উপস্থিত কার্বনডাইঅক্সাইডের একটা বড় অংশ আসে বিভিন্ন যানবাহন থেকে নির্গত ধোঁয়া থেকে।

তাই গত বেশ কয়েকবছর ধরেই এই নির্গমনের পরিমাণ কমানোর বিভিন্ন চেষ্টা করে আসছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সবুজ পরিবহণ এইরকমই একটি উদ্যোগ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন