জ্যোতির্বিজ্ঞানীরা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি সৌরজগতের সন্ধান পেয়েছেন। এটি এমন একটি সৌরজগত যেখানে একটি নক্ষত্রকে ঘিরে তার গ্রহগুলো ঘুরছে না বরং তিনটি নক্ষত্র ও একটি দানবাকার গ্যাস কুণ্ডলী খুব জটিলভাবে একে অন্যকে প্রদক্ষিণ করছে।
চিলিতে ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির একটি আন্তর্জাতিক গবেষক দল এই সৌরজগতটি আবিষ্কার করেছেন।
তিন তারকাবিশিষ্ট এই সৌরজগতের কেন্দ্রে রয়েছে বিশাল একটি সূর্য যার নাম 131399A। আমাদের সূর্যের চাইতে এর ভর প্রায় ১.৮ গুন বেশি। অপেক্ষাকৃত আরও ছোট ২টি সূর্য এই বড় সূর্যটিকে কেন্দ্র করে ঘুরছে। এদের মধ্যবর্তী দূরত্ব আমাদের পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্বের প্রায় ৩০০ গুন।
এই টুইন-সোলার-সিস্টেমের নিজেদের একটি বড় নক্ষত্র (HD131399B) রয়েছে ও একটি ছোট নক্ষত্র (HD131399C) রয়েছে এবং ছোটটি বড়টিকে প্রদক্ষিণ করছে। এই দুটির মধ্যবর্তী দূরত্ব পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্বের প্রায় ১০ গুন।
সবচেয়ে বড় সূর্যটিকে কেন্দ্র করে ঘুরছে এই গ্রহ। HD 131399Ab নামের এই গ্রহটি মূলত একটি গ্যাসের কুণ্ডলী। এটির ভর আমাদের বৃহস্পতির ভরের চেয়ে প্রায় ৪ গুন বেশি। গ্রহটির বয়স ১৬ মিলিয়ন বছর যা তুলনামূলকভাবে অনেক কম। নিজ সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে এর সময় লাগে ৫৫০ বছর।
এই গ্রহের তাপমাত্রা ১০৭০ ডিগ্রি সেলসিয়াস। তবে এর আয়তন অনুসারে এই তাপমাত্রা তুলনামূলক কম বলেই মনে করছেন বিজ্ঞানীরা।