শুরু হয়েছে বাঙ্গালির প্রাণের মেলা 'একুশে বইমেলা' ২০১৫। বই পড়ুয়া প্রতিটি বাঙ্গালি এই মেলার অপেক্ষায় থাকেন সারা বছর। মাসব্যাপি মেলার প্রতিটি দিনই এখানে ভিড় জমান বইপ্রেমীরা।
স্থান সংকুলান না হওয়ায় গত বছর থেকে বইমেলা বাংলা একাডেমী প্রাঙ্গণের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও সম্প্রসারণ করা হয়। আমাদের একুশে বইমেলা নিয়ে এসব তথ্য সবারই জানা। তারচেয়ে বরঞ্চ আজ জেনে নেয়া যাক দেশের বাইরের বইমেলাগুলো নিয়ে কিছু তথ্য।
কলকাতা বইমেলা
আমাদের পাশের দেশ ভারতেও প্রতিবছর আয়োজিত হয় বইমেলা। পাঠক উপস্থিতির দিক থেকে পৃথিবীর সেরা বইমেলা বলা হয় কলকাতা বইমেলাকে। ১৯৭৬ সালে শুরু হয় কলকাতা বইমেলা। সারাবিশ্বের বইমেলার মধ্যে কলকাতা বইমেলার স্থান তৃতীয়। প্রতি বছর এই বই মেলায় প্রায় তিন লাখ পাঠক সমাগম হয়।
জানুয়ারির শেষ বুধবার থেকে ফেব্রুয়ারির প্রথম রোববার পর্যন্ত ১২ দিন ব্যাপি আয়োজিত এই মেলায় বাংলাদেশের জন্যও আলাদা একটি প্যাভিলিয়ন থাকে। কলকাতা বইমেলার ব্যাপক জনপ্রিয়তার জন্য ফ্রাঙ্কফুর্ট বইমেলা কর্তৃপক্ষ একে 'গেস্ট অব অনার' হিসেবে মনোনয়ন দিয়েছে। বই বিক্রিকে এই মেলায় প্রাধান্য না দিয়ে পাঠক উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এটি মূলত অব্যবসায়িক বইমেলা।
ফ্রাঙ্কফুর্ট বইমেলা
পৃথিবীর সবচেয়ে পুরনো বইমেলার নাম 'ফ্রাঙ্কফুট বইমেলা'। পঞ্চাশ শতকে মুদ্রণ যন্ত্র আবিষ্কারক ইয়োহানেস গুটেনবার্গ নিজের ছাপাখানার যন্ত্রাংশ এবং ছাপানো বই বিক্রির জন্য ফ্রাঙ্কফুর্টে আসেন। তার দেখাদেখি শহরের স্থানীয় কিছু বই বিক্রেতাও তাদের প্রকাশিত বই নিয়ে বসতে থাকে। বইগুলো কিনতে বিভিন্ন জায়গা থেকে পাঠক আসতে শুরু করে।
এরপর থেকে জমে উঠতে থাকে ফ্রাঙ্কফুট বইমেলা। ১৯৪৯ সালে মেলাকে প্রাতিষ্ঠানিক রূপদান করে জার্মান প্রকাশক সমিতি। এর পনের বছর পর ১৯৬৪ সালে মেলাটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়। পাঁচদিনব্যাপি এই মেলা শুরু হয় অক্টোবর মাসে। মেলার আয়োজন করে জার্মান পাবলিশার অ্যান্ড বুক সেলার অ্যাসোসিয়েশন। বর্তমান এটি বিশ্বের সবচেয়ে বড় বইমেলা।
লন্ডন বইমেলা
লন্ডনের এই বইমেলায় সবচেয়ে বেশি বই প্রকাশিত হয়। মেলা আয়োজনের কোনো নিদির্ষ্ট তারিখ এবং স্থান না থাকলেও সারাবিশ্বের বইপ্রেমীদের জন্য এ মেলার গুরুত্ব অনেক। তার কারণ এই বইমেলা উপলক্ষে প্রকাশকরা বিভিন্ন বিষয়ে দুলর্ভ সব প্রকাশনা বের করেন।
একশটিরও বেশি দেশ থেকে আগত পঁচিশ হাজারের বেশি প্রকাশক, বই বিক্রেতা, এজেন্ট, লাইব্রেরিয়ান ও গণমাধ্যমকর্মী এই মেলায় অংশ নেয়। এই মেলায় পাঠকের চেয়ে প্রকাশকদের বেশি সমাগম হয়ে থাকে।
বুয়েন্স এরিস বইমেলা
সারাবিশ্বের সেরা পাঁচটি বইমেলার মধ্যে অন্যতম একটি হল আর্জেন্টিনার বুয়েন্স এরিস বইমেলা। ১৯৭৫ সাল থেকে বুয়েন্স এরিস শহরে অনুষ্ঠিত হয় মেলা। মেলা শুরু হয় এপ্রিল মাসে। প্রায় দেড় লাখ লোক সমাগম হয় এই মেলায়।
মস্কো বইমেলা
১৯৭৭ সালে সেপ্টম্বর মাসের প্রথমদিন থেকে শুরু হয় মস্কো বইমেলা শুরু হয়। এরপর থেকে প্রতি বছর সেপ্টেম্বরের তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত মস্কো এক্সিভিশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলা। আমাদের একুশে বইমেলার শিশু কর্ণারের মত মস্কো বইমেলাতেও তোমাদের জন্য রয়েছে লেটস রিড নামে একটি শিশু কর্ণার। আমাদের মেলার মত মস্কো মেলা শেষেও লেখকদের সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়।
কায়রো বইমেলা
কায়রো বইমেলার যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে। এটি আরব বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ বইমেলা। প্রতিবছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মিশরের মাদিনাত নাসারের কায়রো ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে শুরু হওয়া এই মেলা চলে তিন সপ্তাহ। মেলায় আরবি, ইংরেজি এবং আরও নানান ভাষার সাহিত্যের বই পাওয়া যায়। মেলায় একশর বেশি দেশ অংশ নেয়। লোক সমাগম হয় প্রায় দুই লাখ।