স্কুলের প্রথমদিন, জীবনের অন্যতম একটি সেরা ও অভিজ্ঞতার দিন। অভিভাবকের হাত ধরে প্রায় প্রতিটি শিশুর স্কুলের প্রথমদিনটি শুরু হয়। আনন্দের মাঝেও শিশু এবং অভিভাবকদের মনে নানা সংশয় কিংবা ভয় থাকে। কি হবে বা কি করা উচিত এটা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। তবে কিছু কাজ করলে শিশুর মন থেকে স্কুলে প্রথমদিনের ভয় বা জড়তা সরিয়ে দেয়া সম্ভব হয়। চলুন জেনে নিই এমনই কিছু করণীয় বিষয়:
ক্লাস শুরুর আগে:
• স্কুলের সাধারণ কার্যক্রমগুলো যেমন ছবি আঁকা, গল্পবলা ইত্যাদি বিষয়ে শিশুকে আগেই প্রস্তুত করে ফেলুন।
• ক্লাস শুরুর আগে আপনার শিশুকে কয়েকবার স্কুলে নিয়ে ঘুরে আসুন। এতে সে স্কুলের বিভিন্ন বিষয় ও পরিবেশের সাথে পরিচিত হয়ে উঠবে।
• শিক্ষকদের সাথে শিশুর পরিচয় করিয়ে দিন। এতে শিক্ষকদের প্রতি তার ভীতি দূর হবে।
• স্কুলের বিভিন্ন রীতি-নীতি জেনে নিন ও শিশুকে সেভাবে প্রস্তুত করুন। যাতে সে স্কুলে গিয়ে অপ্রস্তুত হয়ে না পড়ে।
ক্লাস শুরুর দিন
প্রথমদিন স্কুলে শিশুকে পৌছে দিয়ে বিদায় জানানোর মুহুর্তটি একটি কঠিন সময়। কারণ শিশু একা তার স্কুলে থাকতে ভয় পায়। প্রথমদিনের এই ভয় দূর করা জরুরী।
• শিক্ষকদের প্রতি ভীতি কমাতে শিশুকে শিক্ষকদের সাথে ভালোভাবে পরিচয় করান। অন্তত একজন শিক্ষককে স্কুলে থাকাকালীন আপনার শিশুর দেখভাল করার অনুরোধ করার ও তার সাথে আপনার শিশুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে দিন। এক্ষেত্রে অবশ্যই উক্ত শিক্ষককের প্রতি আপনার আস্থা দৃড় হওয়া জরুরী।
• শিক্ষকদের কাছ থেকে অনুমতি নিয়ে শিশুর পছন্দের খেলনা কিংবা উপকরণ তার সাথে দিয়ে দিন। একাকী বোধ করলে সে এটি নিয়ে খেলতে পারবে।
• স্কুলে রেখে আসার আগে শিশুকে অবশ্যই বিদায় জানিয়ে আসুন। আপনি যদি না বলে চলে আসেন তাহলে সে ভয় পেতে পারে।
• শিশুকে বিদায় জানিয়ে দেরি করবেন না, তাড়াতাড়ি বের হয়ে আসুন। বারবার বিদায় জানাতে গেলে ও অপেক্ষা করলে বরং টানটা বেশি বেড়ে যাবে ও সে স্কুলে একা থাকতে চাইবে না। আসার সময় অবশ্যই হাসি মুখে বিদায় জানাবেন এবং ক্লাস শেষ হলেই দেখা হবে বলে আশ্বাস দিন।
• প্রতিটি শিশুই স্কুলে প্রথমদিন একাকী ও ভয় বোধ করতে পারে। তাই শিশুকে ক্লাসের এক বা একাধিক শিশুর সাথে পরিচয় করিয়ে দিন। এতে তারা পরষ্পর গল্প করতে পারবে।