সূর্যের বুকে গর্ত

পৃথিবীর চাইতে শতগুন বড় একটি ডার্ক হোল পাওয়া গিয়েছে সূর্যের পৃষ্ঠদেশে। জানুয়ারির ১ তারিখে নাসার Solar Dynamics Observatory একটি ক্যামেরা দিয়ে এই ‘করোনাল হোল’-এর ছবি তোলা হয়েছে। উল্লেখ্য, ‘করোনা’ হচ্ছে সূর্য বা চন্দ্রের চারপাশে বক্রাকার আলোর বেষ্টনী (গ্রহণকালে যেরকম দেখা যায়)।

‘অনিয়মিত আকৃতির এই গর্ত তার সবচাইতে চওড়া জায়গায় ১ লাখ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত’- এ তথ্য জানিয়েছেন ড. সি এলেক্স ইয়াং।

তিনি ম্যারিল্যান্ডে অবস্থিত স্পেস এজেন্সি ‘গডারড ফ্যাসিলিটি ইন গ্রিনবেল্টে’ হিলিওফিজিক্স বিভাগের সহযোগী অধ্যাপক। এর পুরো আয়তন পৃথিবীর চাইতে ৪১০ গুন বড় বলে জানান তিনি।

করোনাল হোল সর্বপ্রথম দেখা যায় ১৯৭০ সালে। নাসার একজন নভোচারী এ ছবি তোলেন। প্রকৃতপক্ষে এগুলো কোন গর্ত নয়, বরং এটি তুলনামূলক ঠাণ্ডা জায়গা যেখানকার সূর্যের চৌম্বকক্ষেত্র মহাকাশ পর্যন্ত বিস্তৃত থাকে।

নাসা জানিয়েছে, এ গর্তগুলো ৫ বছর বা তার বেশি সময়ের জন্য দেখা যেতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন