‘স্পেলিং বি’-র সঙ্গে যুক্ত হলো সামিট গ্রুপ

ইংরেজি বানান প্রতিযোগিতা 'স্পেলিং বি' চতুর্থ আসর শুরু হচ্ছে খুব শিগগির। জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও চ্যাম্পস টোয়েন্টিওয়ান ডটকম বরাবরের মত এবারও আয়োজন করতে যাচ্ছে এ প্রতিযোগিতার।

এবারের প্রতিযোগিতাটি আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে সামিট গ্রুপ। গত ২৬ মে, মঙ্গলবার সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও চ্যাম্পস টোয়েন্টিওয়ান ডটকমের সিইও রাসেল টি আহম্মেদের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

পৃথিবীর বিভিন্ন দেশের ইংরেজি বানান প্রতিযোগিতার আদলে আয়োজিত 'স্পেলিং বি' বাংলাদেশে যাত্রা শুরু করে ২০১২ সালে। ইতোমধ্যে অনুষ্ঠিত স্পেলিং বি-র ৩টি সিজনই ব্যাপক সাফল্য অর্জন করেছে। গত সিজনে স্পেলিং বি’তে অংশগ্রহণের জন্য অনলাইনে ৩ লাখ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। প্রতিযোগিতামূলক আয়োজনের জন্য স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি শেখার প্রবণতা বাড়ছে। আন্তর্জাতিক এ ভাষাটি শিখতে উৎসাহিত হচ্ছে তারা। । শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব বিকাশ করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।   

ছবি : ডেইলি স্টার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন