৪২০ জন সহকারী শিক্ষকের পদোন্নতি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৪২০ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে ৩৬৮ জন সহকারী প্রধান শিক্ষক ও ৫২ জন সহকারী জেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে সোমবার (১৭ সেপ্টেম্বর) এ পদোন্নতির আদেশ জারি করা হয়।

পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে ১৭২ জন হলেন নারী শিক্ষক। সহকারী শিক্ষক/শিক্ষিকা পদটি ১০ম গ্রেডের ও দ্বিতীয় শ্রেণীর পদ। পদোন্নতিপ্রাপ্তরা ৯ম গ্রেড এবং প্রথম শ্রেণীর।

১৯৯১ সালের ২৫ মে বা এর আগে যারা যোগদান করেছেন, তাদের মধ্য থেকে এ পদোন্নতি দেওয়া হয়েছে। দীর্ঘ ২৭ বছর বা তার বেশি সময় এ সব শিক্ষকরা একই পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। [ সূত্র : বাংলানিউজ ]

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন