বাদুড়ের পথ চলা

 

তোমরা কি জানো বাদুড় চোখে দেখতে পারে না তাও কিভাবে পথ চলে? 

মজার বিষয় হচ্ছে, বাদুড় চোখে না দেখলেও তারা চলার সময় বিভিন্ন কম্পাঙ্কের শব্দোত্তর তরঙ্গ সৃষ্টি করে। শব্দোত্তর তরঙ্গ হচ্ছে, যে তরঙ্গের কম্পাঙ্ক ২০,০০০ Hz  এর চেয়ে বেশী। বাদুড় চলার সময় এই তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে। সামনে যদি কোন বাধা থাকে এই তরঙ্গ প্রতিফলিত হয়ে বাদুড়ের কানে ফিরে আসে। অর্থাৎ বাদুড় যখন তরঙ্গের প্রতিধ্বনি শুনতে পারে না তখন সে ধারণা করে নেয় তার সামনে কোন বাধা নেই। এভাবেই বাদুড় পথ চলে। তবে অনেক সময় বৈদ্যুতিক লাইনে মৃত বাদুড় দেখতে পাওয়া যায়।এর মূল কারণ বৈদ্যুতিক লাইনের তারগুলো সরু ও সমান্তরাল বলে এদের অবস্থান সম্পর্কে বাদুড় বুঝতে পারে না। তাই লাইনের  সংস্পর্শে এসে বিদ্যুৎ প্রবাহের ফলে বাদুড় মারা যায় ।     

* Hz হচ্ছে কম্পাঙ্কের একক। তরঙ্গ সঞ্চারণে কোন কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলা হয়। 1 Hz= 1 vibration per second.

 

রিপ্লাই লিখুন:

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন