চালকবিহীন গাড়ি

বিশ্ববিখ্যাত মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি’র সিইও রূপার্ট স্টেডলার জানিয়েছেন যে দু’ বছরের মধ্যেই রাস্তায় নামতে পারে চালকবিহীন গাড়ি।

বার্লিনে অনুষ্ঠিত সাডেশ জেটাং ইকোনমিক সামিটে তিনি জানান, খুব শীঘ্রই বিশেষভাবে ডিজাইনকৃত স্বচালিত কিছু গাড়ি পরীক্ষামূলকভাবে রাস্তায় নামানো হবে।

যুক্তরাষ্ট্রের রাস্তায় সফলভাবে এ গাড়ি চালানোর দিকে ইঙ্গিত করেছেন তিনি। ইতোমধ্যেই জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন ক্যালিফোর্নিয়ার রাস্তায় পরীক্ষামূলকভাবে চালকবিহীন গাড়ি চালানোর অনুমুতি পেয়েছে।

স্টেডলার বলেন, 'আমরা চেষ্টা করছি গাড়িগুলোকে ব্যস্ত রাস্তায় চালিয়ে পরীক্ষা করতে।' ইতোমধ্যেই গুগলের চালকবিহীন গাড়ি ব্যাপক সাড়া ফেলেছে।

কিন্তু অভিযোগ রয়েছে প্রতিকূল আবহাওয়ায় যেমন তুষারপাত হলে বা প্রচণ্ড বৃষ্টি পড়লে এসব চালকবিহীন গাড়ি ভালোভাবে চলতে অক্ষম। এছাড়া চালকবিহীন গাড়ি পার্কিং করতেও বিপত্তির সম্মুখীন হতে হয়।

এ বছরের অক্টোবরেই অডি তাদের চালকবিহীন গাড়ি ‘ববি’-কে পরীক্ষামূলকভাবে রেসিং ট্র্যাকে চালিয়েছিলেন। ফর্মুলা ওয়ান রেসিং ট্র্যাকে গাড়িটি এক ল্যাপ পার করেছে মাত্র ২ মিনিট ১০ সেকেন্ডে। সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল।

ক্যামেরা, লেজার আর সেন্সর প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এ ধরণের গাড়ি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলেই তাদের ধারণা।

জার্মানির গাড়ি নির্মাতা বিএমডব্লিউও এবং ডেইমলার-ও তাদের স্বচালিত গাড়ি তৈরি করেছে। এরই মধ্যে রাস্তায় এসব গাড়ি চালানোর অনুমুতি চেয়ে তারা আবেদনও করেছেন ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন