পৃথিবীর বাইরেও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, এখন এমনটিই ধারণা করেছন বিজ্ঞানীরা।। কিছু কিছু গবেষক আশা করছেন পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান খুঁজে পাওয়া এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।
আমাদের সৌরজগতের বাইরে বিজ্ঞানীরা তিন থেকে চারটি পৃথিবীসদৃশ গ্রহ আবিষ্কার করেছেন। এসব গ্রহের তাপমাত্রা বসবাসের জন্য সহনীয় পর্যায়ে রয়েছে।
নাসার গ্রহ-অনুসন্ধানকারী কেপলার টেলিস্কোপে দেখা যায়, এদের মধ্যে অন্তত দুইটি গ্রহ আছে যারা পৃথিবীর খুব কাছে রয়েছে।
এদের একটি ৫০০ এবং অপরটি ১১০০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে (এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলা হয় এক আলোকবর্ষ। ৬ ট্রিলিয়ন মাইল অথবা ১০ ট্রিলিয়ন কিলোমিটার লম্বা হল এক আলোকবর্ষ সমান পথ। উল্লেখ্য ১.২ থেকে ১ .৩ সেকেন্ডে আলো পৌঁছায় চাঁদে। সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে ৪৯৯ সেকেন্ড)।
গ্রহ দুটি আমাদের পৃথিবীর মতই পাথুরে। অন্য গ্রহগুলোর মতো বরফ বা গ্যাসের আস্তরণে ঢাকা নয়। আয়তনও পৃথিবীর প্রায় সমান। পৃথিবী সূর্য থেকে যে পরিমাণ শক্তি সংগ্রহ করে, এরাও এদের নক্ষত্র থেকে একই রকম শক্তি সংগ্রহ করে।
সবচাইতে আশাজাগানিয়া বিষয় হচ্ছে, এই গ্রহ দুইটির আবহাওয়াও পৃথিবীর অনেকটা কাছাকাছি। তাপমাত্রা থাকে ১৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
এই তাপমাত্রা মানুষের জন্য বেশি হলেও ব্যাকটেরিয়া খুব সহজেই জন্মাতে পারবে এখানে। সুতরাং পৃথিবীর যমজসদৃশ এ গ্রহে প্রাণের উপস্থিতি একেবারেই অস্বাভাবিক নয়।