ভূমধ্যসাগরের ইসরায়েল উপকূলে সমুদ্রের নিচে ডুবুরিরা একটি গোপন স্বর্ণমুদ্রার ভাণ্ডার খুঁজে পেয়েছে।
এটি এ পর্যন্ত আবিষ্কৃত সবচাইতে বড় স্বর্ণমুদ্রা ভাণ্ডার। প্রায় ১ হাজার বছরের পুরনো ২ হাজার স্বর্ণমুদ্রা পাওয়া গিয়েছে এখানে।
দেশটির পুরাতত্ত্ব অধিদপ্তর জানায়, ‘কাসারিয়ার প্রাচীন উপকূলে সবচাইতে বড় গুপ্তধনের ভাণ্ডারটির সন্ধান মিলেছে’।
প্রাক-রোমান সময়ের এই উপকূলে ডুবুরিদের দল এই অভিযানটি চালায়। প্রায় ৯ কেজি বা ২০ পাউন্ড স্বর্ণমুদ্রা পাওয়া গিয়েছে এখানে। সকলেই এক বাক্যে এই সম্পদকে ‘অমূল্য’ বলে অভিহিত করেছেন।
বিশেষজ্ঞরা জানান, মুদ্রাগুলো শিয়া ইসলামিক শাসনামল ‘ফাতিমি খলিফাতাবাদ’-এর সময়কার। ফাতিমি বংশ ৯০৯ থেকে ১১৭১ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা শাসন করেছিলেন।
ইসরায়েলের পুরাতত্ত্ব অধিদপ্তরের সামুদ্রিক প্রত্নতত্ত্ব ইউনিটের পরিচালক কবি সার্ভিট বলেন, ‘সম্ভবত সরকারি রাজস্ব নিয়ে কোন জাহাজ মিশর থেকে যাওয়ার সময় জাহাজডুবির ফলে এই ঘটনা ঘটে।
খুব সম্ভবত এই অর্থ দিয়ে ফাতিমি সেনাবাহিনীকে বেতন দেয়ার কথা ছিল। তবে এটাও হতে পারে যে কোন একটি বাণিজ্যিক জাহাজ তার ব্যবসা শেষ করে এ পথ দিয়ে যাওয়ার সময় জাহাজটি এখানে ডুবে যায়’।