ছোটো বেলায় রাবারের বল দিয়ে খেলেনি, এরকম মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। আর সব সময় রাবারের বলটির মেয়াদ হতো সর্বোচ্চ ১০ দিন। এর মাঝেই হারিয়ে যেতো।
আজকে আমরা শিখবো ঘরে বসে কিভাবে এই রকম বাউন্সি বল বানানো যায়।
যা যা লাগবেঃ
২টি মাঝারি পাত্র
বোরিক পাউডার
পানি
সোডিয়াম সিলিকেট দ্রবণ।
যা করতে হবেঃ
প্রথমে অল্প পরিমাণে বোরিক পাউডার পানির সাথে মিশ্রিত করে ১টি পাত্রে নেই এবং অপর পাত্রে ৪ চা চামচ সোডিয়াম সিলিকেট দ্রবণ নেই। এবারে পাত্র দুটির মিশ্রণকে এক পাত্রে নিয়ে ১টি কাঠি দিয়ে ভালোমতো নাড়াচাড়া করি।
এতে করে সিলিকেটের তরল দ্রবণটি আস্তে আস্তে কঠিন আকার ধারন করবে এবং এক সময় ঘন জেলীর মত হয়ে যাবে।
এবার, জেলীর মত পদার্থটি হাতে নিয়ে দুই হাতের তালুতে নিয়ে এটিকে ঘুরাতে থাকি যতক্ষণ না গোল আকার ধারণ করে।
গোলাকার ধারণের কিছু সময় পর এটি আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। বলটি যত বেশি শক্ত হবে, তত বেশি বাউন্সি হবে।
কারনঃ
দুই তরলের মিশ্রনে একটি কঠিন পদার্থ তৈরী হয় এখানে। মূলত, বোরিক পাউডার এবং সোডিয়াম সিলিকেট দ্রবণ পরস্পরের সাথে নির্দিষ্ট অনুপাতে মিশে পলিমার তৈরী করে।
পলিমার হচ্ছে প্রধানত একপ্রকার কঠিন পদার্থ। আর এই পলিমারের প্রধান ধর্ম হচ্ছে এর নমনীয়তা। যার কারণে এটি বাউন্স করে বারবার।