৯১০-ক্যারট হীরা, যা বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরা হিসেবে ধরা হচ্ছে। সম্প্রতি লেসোথোতে এই হীরকখন্ডটি আবিস্কার হয়েছে। জেম ডায়মন্ডস নামের একটি প্রতিষ্ঠান এই হীরকখন্ড পেয়েছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি বতসোয়ানা ও লেসোথোতে কার্যক্রম পরিচালনা করে।
জেম ডায়মন্ডসের প্রধান নির্বাহী ক্লিপফোর্ড এলফিক বলেন, এটি আমাদের কোম্পানির উদ্ধার করা সবচেয়ে বড় হীরকখন্ড। এটি আবিস্কারের ক্ষেত্রে একটি মাইলফলক। খবরটি জানার পর আমাদের কোম্পানির শেয়ার ১৫ শতাংশ বেড়ে গেছে।
এটি জেম ডায়মন্ডসের সর্বশেষ সন্ধান। ২০০৬ সালে প্রতিষ্ঠানটি ৬০৩-ক্যারটের হীরকখন্ড আবিস্কার করেছিলো। সেটি পাওয়ার দুই মাস পর নিলামে হীরাটি ১২ দশমিক ৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়, যা ক্যারট প্রতি ২০ হাজার ডলার। বিশ্লেষকরা বলছেন, নতুন আবিস্কৃত হীরকখন্ডটির মূল্য হবে প্রায় ৪০ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম ১০টি হীরার মধ্যে আটটিই পাওয়া গেছে আফ্রিকাতে। এর মধ্যে চারটি দক্ষিণ আফ্রিকা এবং সিয়েরা লিওন ও কংগোতে দুইটি করে পাওয়া গেছে।
সূত্র : নিউজ রিপাবলিক