জীবনের প্রথম সময়গুলো সবচেয়ে আনন্দময়। বয়স বাড়লেই সেটি ভালো বোঝা যায়। তবে তখন ইচ্ছা করলেই আর ঐ জীবনে ফিরে যাওয়া যায় না। জীবনের প্রথম সময়গুলো বিশেষ করে তারুণ্যের সময়টাকে বেশি অনুভব করেন বয়স্করা। তখন মনে হয় পুনরায় ঐ সময় ফিরে পেলে কিছু ভুল শুধরে নেয়া যেতো।
বয়স বাড়লে চাইলেই কী আর তরুণ হওয়া যায়? চলুন দেখে নিই জীবনের যে ভুলগুলো বয়স বাড়লে বুঝতে পারবেন। আর যারা তরুণ তারা যাতে এই ভুল না করেন সেদিকে খেয়াল রাখুন।
১. যখন সুযোগ থাকে সেই সময়ে ভ্রমণ না করা
২. ব্যায়াম না করা ও স্বাস্থ্যের খেয়াল না রাখা
৩. খারাপ চাকরি ছেড়ে না দেয়া
৪. সুযোগ থাকা স্বত্বেও ভালোবাসার কথাটি না বলা
৫. অন্যের স্বপ্নে বেচে থাকা
৬. সময়ের অবহেলা করা
৭. স্কুলে আরেকটু ভালো করার চেষ্টা না করা
৮. পরিবার ও বন্ধুদের সাথে যথেষ্ট সময় ব্যয় না করা
৯. প্রিয়জনদের প্রতি অসন্তোষ
১০. আপনি কতোটা সুন্দর সেটি অনুধাবন না করা
১১. একই কাজে অধিক সময় ব্যয় করা
১২. নতুন কিছু শেখার জন্য সময় ব্যয় না করা
১৩. ঝুঁকি না নেয়া
১৪. নিজেকে শুধুমাত্র ছেলে অথবা মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত করা
১৫. অহেতুক বিবাদ করা
১৬. অভিভাবকদের কথা না শোনা
১৭. খারাপ সম্পর্ক টিকিয়ে রাখা
১৮. ভালো কিছু রান্না করতে না শেখা
১৯. অন্যরা কি ভাবছে সবসময় সেটি নিয়ে চিন্তিত থাকা
২০. সমাজ ও সংস্কৃতির কারণে নিজেকে মেলে না ধরা
২১. কিছু শুরু করে শেষ না করা
২২. সব সময় অন্যের পিছনে কাজ করা
২৩. অধিক ভয় পাওয়া
২৪. অন্যের সাথে যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ে সময় না দেয়া
২৫. যথেষ্ট কৃতজ্ঞ না হওয়া