বিড়াল দ্বীপ

জাপানের তাশিরোজিমা দ্বীপ, বিড়ালই এখানকার রাজা। বিড়ালের আধিপত্যকে স্বীকৃতি দিয়ে এই দ্বীপটির নামকরণ করা হয়েছে ক্যাট আইল্যান্ড বা বিড়াল দ্বীপ। দ্বীপটিতে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা বেশি। আর মানুষেরা এভাবেই বসবাস করতে ভালোভাবে।

স্থানীয়রা মনে করেন, বিড়াল হলো ভাগ্য ও ভালো ভবিষৎ এর প্রতীক। আর যদি আপনি বিড়ালকে খাওয়ান ও যত্ন নেন তাহলে সেটি দ্বিগুন হবে। এভাবে দ্বীপটিতে বিড়ালকে রাজা হিসেবে মান্য করা হয়।

তবে এখানে বিড়ালকে পোষা প্রাণী হিসেবে ঘরে রাখার সুযোগ নেই। কারণ দ্বীপটির যেখানেই থাকুক এটি ভালো খেতে পারবে ও যত্ন পাবে।

তবে বিড়াল দ্বীপের বিড়ালের ভাগ্য ভালো হলেও মানুষের ভাগ্য ততোটা ভালো নয়। গত ৫০ বছরে, দ্বীপের অধিবাসীর সংখ্যা এক হাজার থেকে প্রায় ১০০তে নেমে এসেছে। আর এতে বিড়ালের আধিপত্য বাড়তে থাকছে। বিড়ালের নিরাপত্তাও বাড়ছে। বিড়ালের নিরাপত্তায় বর্তমানে দ্বীপটিতে কুকুরের প্রবেশ বা আনা নিষিদ্ধ।

Cat Island In Japan

অবশেষে বিড়াল দ্বীপটিতে ভাগ্য ফিরিয়ে এনেছে। পর্যটকদের আকর্ষণের জায়গা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই দ্বীপটি। যা এখানকার অধিবাসীদের জন্য লাভজনক হয়েছে।

ভ্রমণের আগে
দ্বীপটিতে বিড়ালের জন্য ভালো খাবার পাওয়া মুশকিল। তাই ভ্রমণ করতে গেলে অবশ্যই ফেরিতে উঠার আগে বিড়ালের জন্য কিছু খাবার নিয়ে যেতে পারেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন