দারাজে চলছে মেগা ঈদ সেল

প্রকাশের তারিখ:

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে ‘মেগা ঈদ সেল’ ক্যাম্পেইন। ১০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে ক্রেতারা ৮০% পর্যন্ত ছাড়, ফ্ল্যাশ সেল এবং ৫ কোটি টাকা মূল্যের এক্সক্লুসিভ ভাউচার উপভোগ করতে পারবেন।

ঈদ কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে বিশেষ মূল্যছাড় দেওয়া হয়েছে। ক্যাম্পেইনে ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন, গৃহসজ্জা, মুদি পণ্য, মা ও শিশুর প্রয়োজনীয় জিনিসপত্র এবং সৌন্দর্য পণ্যসহ অসংখ্য পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, নির্দিষ্ট ভাউচার সংগ্রহ করে বিনামূল্যে ডেলিভারি সুবিধা ও প্রিপেইড পেমেন্টে ১৫% পর্যন্ত ক্যাশব্যাক অফার থাকছে।

অফিসিয়াল পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ, নগদ, ব্যাংক এশিয়া, কমিউনিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক পিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক পিএলসি। এছাড়া, ইবিএল ও এনআরবি ব্যাংকের মাধ্যমে ইএমআই সুবিধাও পাওয়া যাবে।

শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য সর্বোত্তম অফার নিশ্চিত করা হয়েছে। প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ম্যারিকো, লোটো ও রেকিট, গোল্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওরাইমো, মোশন ভিউ, বাটা, হায়ার, ইউনিলিভার ও ইনফিনিটি মেগা মল। এছাড়া, সিলভার পার্টনার হিসেবে থাকছে জিএসকে, ইনসেপটা, গ্লোবাল ব্র্যান্ডস, আরএফএল হাউসওয়্যার অ্যান্ড রিগ্যাল ফার্নিচার, আইওওটিই এবং ফোক্যালিউর।

রিপ্লাই লিখুন:

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন

শেয়ার করুন:

জনপ্রিয়

এ সম্পর্কিত আরও কিছু পোস্ট
Related

রমজান উপলক্ষে পাঠাও-এর নানা অফার ও ডিসকাউন্ট

এই রমজানে, প্রতিদিনের মুহূর্তগুলোকে আরও সুন্দর ও সহজ করতে...

ঈদে সারা’র চমক

স্নোটেক্স আউটওয়্যার লিমিটেড এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ চলতি বছরের...

হরেক রকম বাজারঃ থাইল্যান্ডের ভাসমান বাজার

ভাসমান বাজার হচ্ছে এমন এক ধরণের বাজার যেখানে নৌকায়...

হরেক রকম বাজারঃ মিনা বাজার

আপনি যদি মধ্যযুগীয় ভারতীয় সংস্কৃতির ভক্ত হয়ে থাকেন তাহলে...