ভাসমান লাইব্রেরি : বুকবাতেন

সুইডেন এবং প্রতিবেশি স্ক্যান্ডিনেভিয়া দেশগুলো বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ। এই দেশগুলোতে অসংখ্য পত্রিকা এবং পাবলিক লাইব্রেরি রয়েছে, পাশাপাশি নাগরিকদের সহজে কম্পিউটার অ্যাক্সেস এবং প্রচুর শিক্ষামূলক রিসোর্স পড়ার সুযোগ দেয়।

অনেকের ক্ষেত্রে বই ও রিসোর্স পড়ার সুযোগ কঠিন হতে পারে, বিশেষ করে যারা দুর্গম এলাকায় বসবাস করে। আর তেমনই জনগোষ্ঠী হলো সুইডেন এবং বাল্টিক সাগরের দ্বীপগুলোর অধিবাসীরা।

তারপরেও তাদেরকে বই পড়ার সুযোগ করে দিতে চেষ্টার কমতি নেই। প্রতি দুই বছর পরপর স্টকহোম লাইব্রেরি সার্ভিস একটি জাহাজ ভাড়া করে এক সপ্তাহের জন্য এবং ২৩টি দ্বীপের অধিবাসীদের জন্য তিন হাজারের অধিক বই নিয়ে দ্বীপগুলোতে হাজির হয়।

ভাসমান এই লাইব্রেরি দ্বীপগুলোতে পৌছালে বইপ্রেমী অধিবাসীরা আগে ধার করা বইগুলো ফেরত দেয় এবং নতুন করে বই ধার নেয়। অনেকে আবার আগে থেকেই তার প্রয়োজনীয় বইটির জন্য বুকিং দিয়ে রাখেন।

Bokbaten-2

সুইডেনের বুক বোট (বুকবাতেন) ১৯৫৩ সাল থেকে এই সেবা দিয়ে আসছে। মূলত ঐসব দ্বীপগুলোতে লাইব্রেরি প্রতিষ্ঠা করা অনেক ব্যয়বহুল বিধায় এই উদ্যোগ নেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন