ভিসা পাসপোর্ট ছাড়া ঈদের ভ্রমণ

ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে অনেকেই দেশে-বিদেশে ভ্রমণে যান। বিদেশে ভ্রমণে গেলে অবশ্য ভিসা, পাসপোর্ট এর নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয়। এই ঝামেলা থেকে রেহাই পেতে চাইলে দেশের ভিতরেই ভ্রমণে যেতে পারে। পছন্দমতো ঘুরে আসতে পারেন পাহাড়, চায়ের রাজ্য কিংবা মেঘের রাজ্যে।

ঈদের ছুটিকে আরও উপভোগ্য করতে তেমনই কয়েকটি প্যাকেজ এনেছে টিকেটশালা ডটকম। দুই দিন ও এক রাতের এই ভ্রমণ প্যাকেজে শেয়ারিং ভিত্তিতে জনপ্রতি সাইরু হিল রিসোর্টে ৮,৯০০ টাকা, সাজেকে ৪,৯৯০ টাকা, বান্দরবান ৫,২৫০ টাকা, গ্র্যান্ড সুলতানে ৮,৫০০ টাকা, সিলেট ৪,৯৯০ টাকা, নীলাচল নীলাম্বরী রিসোর্ট ৪,৯৯০ টাকায় বেড়িয়ে আসা যাবে।

নাফাখুম ও বগালেক ভ্রমণে জনপ্রতি খরচ হবে যথাক্রমে ৫,৭৫০ ও ৫,৯৯০ টাকা।

প্যাকেজের আওতায় যাওয়া-আসার টিকিট, রুমে থাকা, দুইবার করে সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া সব ধরণের লোকাল ট্রান্সপোর্ট, প্রবেশ ফি, অভিজ্ঞ গাইডসহ প্রয়োজনীয় সুবিধা থাকছে।

বুকিং দিতে ও বিস্তারিত জানতে এই লিংকে ভিজিট করতে পারেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন