চলছে ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপ রাশিয়া। নানা অঘটনের জন্ম দিচ্ছে ফুটবলের এই মহোৎসব। অধিকাংশ বড় দলগুলো র্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলগুলোর কাছে ধরাশায়ী হচ্ছে। প্রথম পর্বের শেষ খেলা এমনকি অন্য দলের খেলার উপরও ভাগ্য নির্ধারণ হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনার মতো দলগুলোর। ফলে পয়েন্ট টেবিলে চোখ রাখছে গোটা ফুটবল বিশ্ব।
কিন্তু যদি একটি দল আরেকটি দলের সমান পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করে তাহলে কী হবে জানেন? কীভাবে পরবর্তী রাউন্ডে যাবে সমান পয়েন্ট পাওয়া দলগুলো?
ধরুন, দুই বা ততোধিক দল সমান পয়েন্ট পেল, সকল ম্যাচে গোল পার্থক্য একই এবং গোল করার সংখ্যাও একই। তাহলেই নিম্নোক্ত বিবেচনায় দল চূড়ান্ত করবে ফিফা।
• সংশ্লিষ্ট টিমগুলোর মধ্যকার খেলায় সেরা পয়েন্ট সংখ্যা
• সংশ্লিষ্ট টিমগুলোর মধ্যকার খেলায় গোল পার্থক্য
• সংশ্লিষ্ট টিমগুলোর মধ্যকার খেলায় সর্বোচ্চ গোল সংখ্যা
• খেলার শৃঙ্খলা মেনে চলা। যেমন হলুদ কার্ড = -১, পরোক্ষ লাল কার্ড (দুইটি হলুদ কার্ড দেখার কারণে) = -৩, সরাসরি লাল কার্ড = -৪, হলুদ কার্ড ও সরাসরি লাল কার্ড = -৫। ফলে যারা কার্ড কম দেখবে তারা পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে।
• উপরোক্ত উপায়ে নির্ধারণ করা না গেলে ফিফা লটারির মাধ্যমে দল চূড়ান্ত করবে।