আকাশে বিদ্যুৎ চমকাতে আমরা সবাই দেখেছি। কিন্তু কী কারণে এই বিদ্যুৎ চমকায় তা কি জানেন? আর এই বিদ্যুৎ চমকানো বা বজ্রপাতের সময় উৎপন্ন হয় আলো এবং শব্দ। কীভাবে এ ঘটনাগুলো ঘটে সেটাই বিস্তারিত বলছি এখানে।
ভূমি থেকে উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। উপরে উঠে এই বায়ু ঠাণ্ডা হয় এবং ধীরে ধীরে জমতে জমতে তা মেঘ সৃষ্টি করে। এই মেঘ ক্রমাগত আকারে বাড়তে থাকে। এই মেঘের কণাগুলো ক্রমাগত একে অপরের সাথে ধাক্কা খায় যার ফলে উৎপন্ন হয় চার্জ বা আধান।
হালকা হওয়ায় মেঘের উপরের দিকে থাকে ধনাত্মক আধান আর ভারী বলে নিচের দিকে জমা হয় ঋণাত্মক আধান। বিপরীতমুখী এই ধনাত্মক আর ঋণাত্মক আধান পরস্পরের সংস্পর্শে আসলে এদের বিভব পার্থক্যের কারণে উপর থেকে নিচের দিকে বৈদ্যুতিক আধানের নির্গমন ঘটে। এর ফলে শক্তির নিঃসরণ ঘটে এবং আলোর ঝলকানি সৃষ্টি হয়।