সময়ের আবর্তনে আমরা কত ধরনের যানবাহনই এখন দেখতে পাই। গাড়ি আবিষ্কৃত হয় বিংশ শতাব্দীর শুরুর কিছু আগে। কিন্তু গাড়ি এবং অন্যান্য যানবাহন যার উপর ভর করে চলে সেই চাকা আবিষ্কারের ইতিহাস আরও অনেক পুরনো। সম্প্রতি যুক্তরাজ্যের প্রত্নতত্ত্ববিদদের এক আবিষ্কারের ফলে চাকা নিয়ে নতুন অনেক তথ্য বেরিয়ে এসেছে।
ইংল্যান্ডের পিটারবোরোর মাস্ট ফার্ম নামক প্রত্নতাত্ত্বিক এলাকায় ক্যামব্রিজ আর্কিওলজিকাল ইউনিট একটি বহু পুরনো চাকা আবিষ্কার করেছে। ধারনা করা হচ্ছে, চাকাটি ১১০০ থেকে ৮০০ খ্রিষ্টপূর্বাব্দ অর্থাৎ প্রায় ৩ হাজার বছর আগে তৈরি করা।
৩ মিটার ব্যাসের এই চাকাটি ইংল্যান্ডে পাওয়া সবচেয়ে বড় প্রাচীন চাকা। এছাড়া ব্রোঞ্জ যুগের পাওয়া চাকাগুলোর মধ্যে সবচেয়ে সংরক্ষিত অবস্থায় আছে এই চাকাটি।
এই প্রত্নতাত্ত্বিক এলাকাটিকে ডাকা হয় পিটারবোরোর পম্পেই নামে। নদীর পাশে গড়ে উঠা এই জনপদটির রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। কিন্তু প্রায় ৩ হাজার বছর আগে এই ভয়াবহ অগ্নিকান্ডে এখানকার সব বাড়িঘর এবং স্থাপনা ভস্মীভূত হয়ে যায়।
২০১১ সালে এখানে ৮টা নৌকা পাওয়া যায় খনন করে। এছাড়াও কাঠের অনেক আসবাবপত্র পাওয়া গিয়েছে এখানে।
১১০০ বর্গমিটারের এই এলাকাটির এখন পর্যন্ত অর্ধেকটা খনন করা হয়েছে ।