খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারক বিশ্বখ্যাত দুই প্রতিষ্ঠান অ্যাডিডাস ও নাইকি সম্প্রতি একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।
ব্যবহৃত প্লাস্টিক এবং পলিথিন পুনঃব্যবহার করে তারা ভবিষ্যতে তাদের পণ্য তৈরি করবে। পরিবেশবিদেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন এরকম উদ্যোগ আরও দরকার।
প্রতিষ্ঠান দুটি বহুবছর ধরে উন্নতমানের খেলাধুলার সামগ্রী বাজারজাত করে আসছে বিশ্বব্যাপী। তবে এখন থেকে তাদের ভবিষ্যৎ সামগ্রীগুলো প্রস্তুত হবে ফেলে দেয়া আবর্জনা থেকে।
আগামী বছর থেকে অ্যাডিডাস সমুদ্রে ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি করবে কাপড় এবং জুতা। অন্যদিকে নাইকি এই প্রক্রিয়ায় জার্সি তৈরি করে দেবে আমেরিকান জাতীয় নারী ফুটবল দলকে। প্রতিষ্ঠানটি জানায়, একেকটি জার্সি তৈরি করতে ৮টি প্লাস্টিকের বোতল প্রয়োজন হবে।
পরিবেশবাদী সংস্থা গ্রীনপিসের হিসেব অনুযায়ী, প্রতি বছর ১০০ মিলিয়ন ম্যাট্রিকটন প্লাস্টিক উৎপাদিত হয়। এগুলো অপচনশীল, প্রকৃতির সাথে মিশে না। এর ১০ শতাংশ গিয়ে সমুদ্রে পতিত হয় যা সামুদ্রিক জীববৈচিত্রকে হুমকির মুখে ফেলছে। ইউরোপে প্রতিবছর ১.৬ মিলিয়ন ম্যাট্রিক টন প্লাস্টিক উৎপন্ন করা হয় যার এক-তৃতীয়াংশ হচ্ছে পলিথিন ব্যাগ।
অ্যাডিডাস বলছে, তারা গত বছর প্লাস্টিক থেকে প্রায় ১১ মিলিয়ন ইয়ার্ড পলিস্টার কাপড় তৈরি করেছে, যেখানে নাইকি বলছে তারা ২০১০ সাল থেকে প্রায় ২ বিলিয়ন প্লাস্টিক বোতলকে পলিস্টারে রূপান্তরিত করেছে। এখন থেকে অ্যাডিডাস তাদের দোকানগুলোতে প্লাস্টিকের ব্যাগও ব্যবহার করবে না বলে জানায়।
তবে এই প্রক্রিয়ায় উৎপাদিত পলিস্টার যে শুধু উপকারি তাই নয়, এগুলো বেশ উন্নতমানেরও বটে।