ই-কমার্স বিপণন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ই-কমার্স ব্যবসায়ীদের ব্যবসায় প্রসার ও যারা ব্যবসা করতে চান তাদের জন্য বিপণন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ এপ্রিল রাজধানীর ধানমণ্ডির একটি রেস্তোরায় ডাটাভিশন ট্রেনিং এই কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি পরিচালনা করেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট তানভীর রেজোয়ান।

‘ই-কমার্সে ক্যারিয়ার গড়ি’ প্রতিপাদ্যের উপর দিনব্যাপি এই কর্মশালায় ই-কমার্স বিপণনের বিভিন্ন দিকের পাশাপাশি ই-কমার্স বিজনেস মডেল, বিজনেস ক্যানভাসের মাধ্যমে কৌশলগত পরিকল্পনা তৈরি, বায়ার পারসোনা ও কনটেন্ট ম্যাপিং নিয়ে আলোচনা ও হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

মানুষ প্রচলিত পদ্ধতিতে কোনও কিছু কিনতে গেলে যে ‘টাচ অ্যান্ড ফিল এক্সপেরিয়েন্স’ এর মধ্য দিয়ে যায় সেখানে ই-কমার্সে শুধু পণ্যের ছবি ও বিবরণ দেখানোর মাধ্যমে কীভাবে লাভ তুলে আনা যায় সেই বিষয়গুলো হাতে কলমে এবং ইন্ডাস্ট্রি অভিজ্ঞতার মাধ্যমে দেখানো হয়।

ই-কমার্সের সাথে ফটোগ্রাফির নিবিড় সম্পর্ক রয়েছে। তাই ই-কমার্সে আরও গতিশীল ভূমিকা রাখতে বাংলাদেশে মডেল ফটোগ্রাফিতে জনপ্রিয় ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ ই-কমার্স ও প্রোডাক্ট ফটোগ্রাফির উপর নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন