নাম্বার পরিবর্তন না করেই মোবাইল অপারেটর পরিবর্তন !

ভাবো তো, তুমি এক মোবাইল অপারেটরের একটি নাম্বার ০১……… ব্যবহার করছো। অনেক দিন ধরেই ব্যবহার করছো এটি। হঠাৎ একদিন দেখলে অন্য একটি মোবাইল অপারেটর কোম্পানী খুব ভালো রকমের অফার দিচ্ছে বা তোমার বর্তমানে ব্যবহারকৃত মোবাইলের অপারেটরের নেটওয়ার্কের চেয়ে অন্য আরেক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক খুব ভালো। তুমি সাথে সাথে একটি মেসেজ পাঠালে অন্য অপারেটরে পরিবর্তনের জন্য, তারপর থেকে তোমার বর্তমান মোবাইল নাম্বার ০১……… দিয়েই অন্য অপারেটরের সুযোগগুলো ব্যবহার করা শুরু থাকলে। ভাবছো কিভাবে সম্ভব ?

সম্ভব।

সব কিছু ঠিকঠাক থাকলে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে চালু হচ্ছে “মোবাইল নাম্বার পোর্টাবিলিটি” নামক এই সেবা। এতে করে একজন গ্রাহক মেসেজ পাঠিয়ে বা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন্য অপারেটরের সু্যোগ সুবিধা গ্রহন করতে পারবে। সহজ করে বলতে গেলে, অন্য অপারেটরে মাইগ্রেট করতে পারবে, তাও আবার নাম্বার অপরিবর্তিত রেখে। এই পদ্ধতিটিকে বলা হয় “Mobile Number Portability (MNP)”।

আবেদনের তিন দিনের মধ্যে একজন গ্রাহক এই এমএনপি সেবা পাবে ও কোন গ্রাহক যদি একবার অপারেটর বদলের পর আবারও অপারেটর বদল করতে চান তাহলে তাঁকে ৪০ দিন অপেক্ষা করতে হবে। ৩০ টাকা চার্জের বিনিময়ে অন্য অপারেটরে মাইগ্রেট করতে পারবে একজন ব্যবহারকারী। মোবাইল নাম্বার পোর্টাবিলিটির মাধ্যমে  মোবাইল কোম্পানীগুলোর মধ্যে প্রতিযোগীতা বাড়বে যা গ্রাহকদের জন্যে নিঃসন্দেহে সুখবর !

বর্তমানে বিশ্বের প্রায় ৭০টি দেশে এই মোবাইল নাম্বার পোর্টাবিলিটি সেবা চালু রয়েছে। দক্ষিণ এশিয়ায় ২০০৭ সালে পাকিস্তানে এই সেবা চালু হয়। ভারতে এই সেবা চালু হয়েছে ২০১১ সালে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন