সেরেনার হাতেই উইম্বলডন শিরোপা

নারীদের তালিকায় শীর্ষে থাকা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস টেনিস ইতিহাসে তার নাম ক্রমাগত আরও উজ্জ্বল করে যাচ্ছেন। এবছর উইম্বলডন টেনিসে তিনি তার ষষ্ঠ শিরোপা ছিনিয়ে নেন।

এটি একই সাথে সেরেনার ২১তম গ্র্যান্ডস্ল্যাম। শুক্রবার সেরেনা তার কর্তৃত্বপূর্ণ ম্যাচে ৬-৪, ৬-৪ সেটে হারান ২১ বছর বয়সী স্প্যানিশ গারবিনিয়ে মুগুরুজাকে।

আমেরিকান এই টেনিস তারকা বর্তমানে ৪টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপার মালিক যাকে বলা হয় ‘সেরেনা স্ল্যাম’। ক্যারিয়ারে ২য় বারের মত তিনি এটা অর্জন করলেন।

ইউএস ওপেনে যদি সেরেনা তার ৬৯তম একক শিরোপাটি জয় করতে পারেন তাহলে ১৯৮৮ সালের স্টেফি গ্রাফের পর তিনি হবেন একমাত্র নারী টেনিস খেলোয়াড় যিনি এক ক্যালেন্ডার-ইয়ার গ্র্যান্ডস্ল্যাম জয় করতে পেরেছেন।

শুরুতে সেরেনা কিছুটা ব্যাকফুটে থাকলেও প্রথম সেটের শেষের দিকেই খেলায় ফেরেন তিনি। অবশেষে ৬-৪, ৬-৪ সেটে ম্যাচ জিতে নেন ৩৩ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়।

এদিকে উইম্বলডনের নারী দ্বৈততে শিরোপা জিতেছেন ভারতের সানিয়া মীর্জা এবং সুইজারল্যান্ডের মারটিনা হিঞ্জিস জুটি।

শনিবার ৫-৭, ৭-৬, ৭-৫ সেটে তারা হারান রাশিয়ান জুটি একাতেরিনা মারাকোভা এবং এলেনা ভেসনিনাকে।

সানিয়ার এটি প্রথম নারী দ্বৈত গ্র্যান্ডস্ল্যাম। অবশ্য এর আগে তিনি ৩টি নারী-পুরুষ দ্বৈত গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতেছেন।

অন্যদিকে হিঞ্জিস এর আগে ১৯৯৬ এবং ১৯৯৮ সালে উইম্বলডনে দুইবার নারী দ্বৈত শিরোপা জিতেছেন। দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর এটি তার তৃতীয় শিরোপা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন