এবার facebook-এ প্রেসিডেন্ট ওবামা

অবশেষে পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে (facebook) যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার লক্ষ্যেই তিনি ফেসবুকে যোগদান করেছেন বলে জানান।

"Hello, Facebook! I finally got my very own page. I hope you'll think of this as a place where we can have real conversation about the most important issues facing our country," -এরকম একটি পোস্ট দিয়েই শুরু হয়েছে তার ফেসবুক যাত্রা।

যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট বিশ্বের তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি সোমবার ফেসবুকে তার একটি নিজস্ব পেজ খোলেন। ঘোষণা দেয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই পেজটির লাইক ৩ লাখ ছাড়িয়ে যায়। পেজটিতে ওবামা প্রথমেই একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার কথা বলেছেন।

সে পোস্টে তিনি বলেন, ‘আমাদের এই বিশ্বকে আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য’। তিনি আরও বলেন, ‘কয়েক সপ্তাহ পরেই আমরা বিশ্বনেতারা প্যারিসে এক সম্মেলনে বসতে যাচ্ছি যেখানে আমরা এ সংকট মোকাবেলার জন্য আলোচনা করবো’।

উল্লেখ্য, আমাদের বিশ্বের বর্তমানে মারাত্মক জলবায়ু হুমকির সম্মুখীন। গত ৮ লাখ বছরের মধ্যে বায়ুমণ্ডলে কার্বনডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড সর্বোচ্চ পরিমাণে গিয়ে ঠেকেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন