এল ক্লাসিকোতে রিয়ালের জয়

বার্সেলোনার জয়ের আশাকে উড়িয়ে দিয়ে ২-১ গোলে এল ক্লাসিকো জিতে নিল রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে পিছিয়ে থেকেও বেনজিমা আর শেষ মুহূর্তে রোনালদোর গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এই স্প্যানিশ জায়ান্ট।

তবে হেরেও তালিকার শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। এদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে ২য় অবস্থানে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ৮ পয়েন্ট কম নিয়ে ৩য় অবস্থানে আছে রিয়াল।

খেলার শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় বার্সা। তবে তেমন কোন সুযোগ তৈরি করতে না পারায় প্রথমার্ধ গোলশূন্যই থাকতে হয় তাদের। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বার্সা। ৫৬ মিনিটে আইভান রাকিতিকের কর্নারকে হেড দিয়ে জালে ফেলেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে।

কিন্তু ৬ মিনিট পরেই করিম বেনজিমার গোলে নিস্তব্ধতা নেমে আসে ন্যু ক্যাম্পে। তবে এটা অনেক আগেই ঘটতে পারতো যদি গ্যারাথ বেলের গোলটি রেফারি বাতিল করে না দিতেন। ৮৫ মিনিটে রাইট উইং থেকে বেলের ক্রস শটটি রোনালদো বুক দিকে রিসিভ করে এবং খুব কাছে থেকে শট করলে সবাইকে ধুলো দিয়ে বল ঢুকে জায় গোলপোস্টে।

জিনেদিন জিদানের নেতৃত্বে নামা প্রথম এল ক্লাসিকোতেই জয় পেল রিয়াল মাদ্রিদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন