টয়লেটের নীচে আস্ত জাদুঘর

১৫ বছর আগে ইটালির লিস শহরের বাসিন্দা লুসিয়ানো ফ্যাগিনো তার ছেলেদেরকে বললেন টয়লেটের ভাঙা স্যুয়ারেজ লাইনটা ঠিক করার জন্য।

পাইপ খোঁজার জন্য খুঁড়তে গিয়ে তারা পাইপটি খুঁজে পায়নি, কিন্তু করে বসেছে এক বিশাল আবিষ্কার।

তারা একটি মেসাপিয়ান কবর খুঁজে পেয়েছে, পেয়েছে একটা রোমান শস্যভাণ্ডার, একটি ফ্রান্সিস্কান চ্যাপেল আর কিছু এচিং(অ্যাসিড, সূচ ইত্যাদির সাহায্যে ধাতু, কাচ প্রভৃতির উপর চিত্র বা নকশা কাটা)।

ফ্যাগিনো শুধু তার টয়লেটটাই মেরামত করতে চেয়েছিলেন কিন্তু তার বদলে রীতিমতো একটি জাদুঘর আবিষ্কার হয়ে গেল।

আগের দিনে পুরাতন কোন শহরের উপরেই তৈরি করা হতো নতুন শহর। ফলে কোন খননকাজ চালাতে গিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করে ফেলাটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়।

যখন ফ্যাগিনো আর তার ছেলেরা খোঁড়া শুরু করলন তখন তাদের ধারনাও ছিল না কি হতে যাচ্ছে। এক সপ্তাহ খোঁড়াখুঁড়ির পর তারা একটি নকল মেঝে খুঁজে পেল যার নিচে মধ্যযুগীয় পাথরের তৈরি আরেকটি মেঝে ছিল।

এখানেই তারা মেসাপিয়ানদের কবর খুঁজে পান, যারা খ্রিস্টের জন্মের কয়েকশ বছর আগে এই অঞ্চলে বসবাস করতো।

শীঘ্রই ফ্যাগিনো পরিবার একটি কক্ষ খুঁজে পেল যেখানে প্রাচীন রোমানরা শস্য জমা করে রাখতো। সেই সাথে একটি ফ্রান্সিস্কান কনভেন্টের সন্ধানও পেলেন তারা।

তবে টয়লেটের স্যুয়ারেজ পাইপটা খুঁজে পাওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল ফ্যাগিনোর কাছে। বউয়ের কাছে প্রায়ই এজন্য কথা শুনতে হতো তাকে। বেশ কয়েকবছর খোঁড়াখুঁড়ি করে অবশেষে স্যুয়ারেজ পাইপের দেখা পান তারা। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন