পরিসংখ্যানে বিশ্বকাপ: অস্ট্রেলিয়া বনাম ভারত

· স্টেডিয়াম: সিডনী ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া।

· জয়ী দল: অস্ট্রেলিয়া ৯৫ রানে ভারতকে পরাজিত করেছে।

· দলীয় স্কোর: o   অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৩২৮/৭
                    o   ভারত ৪৬.৫ ওভারে ২৩৩/১০

· ম্যান অব দি ম্যাচ: অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৯৩ বলে ১০৫ রান)

· ম্যাচের সেরা ব্যাটসম্যান: অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৯৩ বলে ১০৫ রান)

· ম্যাচের সেরা বোলার: ভারতের উমেশ যাদব(৭২ রানে ৪ উইকেট)

· সবচেয়ে বেশি বাউন্ডারি (চার) মেরেছেন: অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (১১টি)

· সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি (ছক্কা) মেরেছেন: অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ভারতের রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি(২টি)

· সর্বাধিক বল খেলেছেন: অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (১১৬ বল)

· সেরা পার্টনারশিপ: অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ- স্টিভ স্মিথ (২য় উইকেট জুটিতে ১৮৬ বলে ১৮২ রান)

· হাফসেঞ্চুরি সংখ্যা: অস্ট্রেলিয়া (১টি) করেছেন- অ্যারন ফিঞ্চ
                             ভারত (১টি) করেছেন – মহেন্দ্র সিং ধোনি

· দ্রুততম হাফসেঞ্চুরি: অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৫৩ বলে)

· দ্রুততম সেঞ্চুরি: অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৮৯ বলে)

· মোট বাউন্ডারি ও ওভার বাউন্ডারি সংখ্যা: অস্ট্রেলিয়া (৩৩টি চার ও ৮টি ছক্কা), ভারত (১৫টি চার ও ৫টি ছক্কা)

· সবচেয়ে বেশি রান দিয়েছেন:  ভারতের মোহিত শর্মা (১০ ওভারে ৭৫ রান)

· সবচেয়ে বেশি ইকোনমি রেট: ভারতের উমেশ যাদব (৮.০০)

· সবচেয়ে কম ইকোনমি রেট: অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক (৩.১৬)

· সর্বাধিক ক্যাচ: অস্ট্রেলিয়ার ব্রাড হ্যাডিন (৩টি)

· এক ওভারে বেশি রান দিয়েছেন: ভারতের উমেশ যাদব, মোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার জেমস ফকনার (১৬ রান)

· অতিরিক্ত রান:  o   অস্ট্রেলিয়া (বাই ১, লেগবাই ৭, ওয়াইড ৬)
                       o   নিউ জিল্যান্ড (লেগবাই ৮, ওয়াইড ৫, নো বল ২)
অন্যরকম কিছু রেকর্ড:
ভারতকে হারিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ সাতবারের মত ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। সাতবার সেমিফাইনাল খেললেও তাতে হারার কোন রেকর্ড নেই অজিদের।
দীর্ঘ ২৮ বছর পর কোন এশিয়ান দেশ ছাড়াই হচ্ছে এবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। বিশ্বকাপে এবারই প্রথম অল-ওশেনিয়ান ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে।
এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে কোন দল ৩০০ বা এর বেশী রান করতে সক্ষম হয়েছে। এটাই সেমিফাইনালে দলীয় সর্বোচ্চ সংগ্রহ।
অজিদের ৯৫ রানের জয়টি রানে হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালের সবচেয়ে বড় জয়।
৩য় অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৬০০০ রান অতিক্রম করলেন মহেন্দ্র সিং ধোনি।
৪র্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ৪০০ বা এর বেশী রান করলেন শেখর ধাওয়ান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন