পৃথিবীর অন্যতম প্রবীণ বাঘের মৃত্যু

১৯ বছর বয়সে মারা গেল পৃথিবীর অন্যতম প্রবীণ বাঘ। ভারতের রান্তামবোর ন্যাশনাল পার্কের এই বাঘটি সেখানকার অন্যতম আকর্ষণ ছিল। মাদি এই বাঘটির নাম ছিল ‘মাছলি’।

হিন্দি মাছলি শব্দটির অর্থ মাছ। ভারতের বাঘগুলোর মধ্যে বেশ বিখ্যাত ছিল মাছলি। বেশ কয়েকটি বন্যপ্রাণী বিষয়ক প্রামাণ্যচিত্রেও দেখা গিয়েছে এটিকে।

বাঘ সাধারণত ১২-১৪ বছর বাঁচে। কিন্তু বনবিভাগের কৃতিত্বের কারণেই মাছলি এতো বেশিদিন বেঁচেছে বলে সবাই বলছে। বয়স হয়ে যাওয়ার কারণেই মাছলি মারা গিয়েছে বলে বনবিভাগের লোকেরা জানিয়েছে। মৃত্যুর ১ সপ্তাহ আগে থেকেই হাঁটাচলা ও খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিল বাঘটি।

এপ্রিল মাসে করা এক বৈশ্বিক জরীপ থেকে জানা গিয়েছে বর্তমানে পৃথিবীতে মোট বাঘের সংখ্যা ৩৮৯০টি। এই জরীপ অনুযায়ী মোট বাঘের দুই-তৃতীয়াংশই আছে ভারতে। গত ৫ বছরে দেশটিতে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৭০৬ থেকে ২২২৬ এ দাঁড়িয়েছে। বাঘ হত্যা ও অবৈধ শিকার বন্ধের জন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছে দেশটি।

জীবদ্দশায় মাছলি ১১টি ব্যাঘ্রশাবকের জন্ম দিয়েছে। ছোটখাটো একটি অনুষ্ঠানের মাধ্যমে বাঘটির শেষকৃত্য সম্পন্ন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন