প্রথম কানাডিয়ান পাণ্ডা শাবক!

কানাডার টরন্টো চিড়িয়াখানায় প্রথমবারের মতো জন্ম নেয়া যমজ পাণ্ডা শাবক দুইটিকে একটি বড় ইনকিউবেটরে স্থানান্তর করা হয়েছে। শাবক দুটি ভালো আছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

কানাডায় পাণ্ডা শাবক জন্ম নেয়ার ঘটনা এটাই প্রথম। গত শুক্রবার বাচ্চা দুইটির বয়স ৬ সপ্তাহ হয়েছে। এ উপলক্ষ্যে তাদের একটি ভিডিও এবং কিছু ছবি প্রকাশ করা হয়েছে।

ছবিগুলোতে দেখা যাচ্ছে তারা বড় ইনকিউবেটরে শুয়ে আছে। একটা ছবিতে দেখা যায় মা ‘এর শুন’-এর কোলে শুয়ে আছে একটি শাবক।

তবে এখনো সংকটময় সময় কেটে যায়নি বিধায় শাবক দুটিকে জনসম্মুখে আনা হয়নি।

এক বিবৃতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, চীনের পাণ্ডা বিশেষজ্ঞরা মা এবং শাবক দুটির দেখাশোনা করছেন। বেশিরভাগ সময় শাবক দুটি মায়ের সাথেই থাকে। শুধু মা বাঁশ খাওয়ার সময় তাদেরকে সাথে রাখা হয় না।

কৃত্রিম প্রজনন পদ্ধতিতে এই বাচ্চা দুইটি জন্মগ্রহণ করেছে। টরেন্টো চিড়িয়াখানায় এর শুনের সঙ্গী 'দা মাও’র শুক্রাণু এবং চীন থেকে আনা দুটি জায়ান্ট পাণ্ডার শুক্রাণুর সাথে তার ডিম্বাণুর মিলন ঘটিয়ে বাচ্চা দুইটিকে জন্ম দেয়া হয়েছে।

দীর্ঘমেয়াদি প্রজনন প্রোগ্রামের অংশ হিসেবে এর শুন এবং দা মাও এখন টরন্টো চিড়িয়াখানায় আছে। এখানে এরা ২০১৮ সাল পর্যন্ত থাকবে এবং তারপর ৫ বছরের জন্য ক্যালগেরি চিড়িয়াখানায় এদের স্থানান্তর করা হবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন