বন্ধ করে দেয়া হলো ইন্টারনেট এক্সপ্লোরারের সাপোর্ট

আজ থেকে মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ইন্টারনেট ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের সব ধরণের সাপোর্ট বন্ধ করে দিয়েছে।

নেটমার্কেটশেয়ার বলছে এর ফলে কমপক্ষে ২০ শতাংশ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হবে।

এরপর থেকে মাইক্রোসফট শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার ১১-এর সিকিউরিটি আপডেট ও বাগ ফিক্স করবে। সেগুলোও উইন্ডোজ ৭, ৮.১ এবং ১০ ব্যবহারকারীদের জন্য। এক্সপ্লোরার ৮,৯ ও ১০ এর আপডেট বন্ধ হয়ে যাবে।

এরপর যারা মেয়াদউত্তীর্ণ এক্সপ্লোরার ব্রাউজার ব্যবহার করবে তারা ম্যালওয়ার ও সাইবার হামলার শিকার হতে পারেন। এ কারণে মাইক্রোসফট গতিশীল এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য সবাইকে এক্সপ্লোরার-১১ ব্যবহার করতে উৎসাহিত করছে।

যারা উইন্ডোজ ভিসতা বা তার আগের উইন্ডোজ ব্যবহার করছেন তারা ইন্টারনেট এক্সপ্লোরার ৯ পর্যন্ত ব্যবহার করতে পারবে।

২০১৪ সালেই প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় যে তারা তাদের পুরনো ব্রাউজারগুলোতে সাপোর্ট দেয়া বন্ধ করে দিবে।

গত বছর মাইক্রোসফট তাদের সর্বশেষ উইন্ডোজ ১০ সবার জন্য উন্মুক্ত করে এবং এর সাথে ‘এজ’ নামের নতুন আরেকটি ইন্টারনেট ব্রাউজারসংযুক্ত করে দেয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন