বিচিত্র হ্যারি পটার

হ্যারি পটার সিরিজের মুভিগুলো তো তোমরা দেখেছ নিশ্চয়ই! তবে এই মুভির সঙ্গে জড়িতরা জানিয়েছেন, মুভিতে যতোনা মজা আর ম্যাজিক রয়েছে তার চাইতে বেশি অনেক বেশি মজা হয়েছে এই মুভি তৈরির সময়। চল আজকে জেনে নেই হ্যারি পটার সিরিজের মুভিগুলো নিয়ে তেমনই কিছু তথ্য-

* ডায়াগন এ্যলির জানালাগুলোতে সবমিলিয়ে ২০,০০০ রকমের চাইতেও বেশি প্যাকেট রাখা হয়েছিল!  
* মুভিতে হগওয়ারটস 'স্কুল অফ উইচক্রাফটের' ডরমে বেশ কয়েকটি সিঁড়ি ছিলো মুভেবেল। কিন্তু বাস্তবে সেটে কেবল একটি সিঁড়িই ছিল, বাকিগুলো গ্রাফিক্সের কারসাজি!        
* হ্যাগরিডের দাড়ি বানানো হয়েছিল ছয় ধরনের চুল দিয়ে।
হ্যারি পটার সিরিজের আটটি মুভির জন্য এখন পর্যন্ত ৫৮৮টি সেট তৈরি করা হয়েছে!
* 'পোশন' ক্লাসরুমে ১ হাজারেরও বেশি বোতল ছিল এবং সবকয়টিতে ছিল বিভিন্ন স্বাদের স্যুপ!
* হ্যারি পটার সিরিজের প্রথম মুভিতে ব্যবহৃত 'উইজার্ড চেস পিস'-এর প্রতিটা গুটির ওজন কমপক্ষে ৫০০ পাউন্ড।  
* হ্যারি পটার সিরিজে দেখানো সব বরফই আসলে লবণ!
* হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফটের প্রিন্সিপাল ডাম্বেলডোরের কক্ষের বইয়ের তাকে যত বই দেখা যায় সেগুলো সবই আসলে টেলিফোন ডিরেক্টরি!
* ছবিতে ব্যবহৃত প্রত্যেকটি প্রাণী যেমন হ্যারির প্যাঁচা হেজউইগ-এর ভূমিকায় বিভিন্ন সময়ে অভিনয় করেছে চারটি প্যাঁচা; রনের পোষা ইঁদুর স্ক্যাবারসের ভূমিকায় অভিনয় করেছে কমপক্ষে ১২টি ইঁদুর।
* মুভিতে ব্যবহৃত পশু-পাখিদের রক্ষণাবেক্ষণের জন্য সেটে সবসময় একটি দক্ষ 'এ্যানিমেল ডিপার্টমেন্ট' ছিল!
* টম ফেলটন প্রথমে হ্যারি এবং রনের ভূমিকায় অভিনয়ের জন্য অডিশন দিলেও শেষমেশ তাকে ড্র্যাকো ম্যালফয় চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়।  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন