এই দিনে : ২৯ জানুয়ারি

২৯ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯ তম দিন । বছরটি শেষ হতে বাকি ৩৩৬ দিন (লিপইয়ারে ৩৩৭ দিন)। গত ৪০০ বছরে এই দিনটি অধিকাংশ সময়েই মঙ্গলবার, শুক্রবার অথবা রবিবার, (৫৮ বার), বুধবার অথবা বৃহস্পতিবার (৫৭ বার) এবং সোমবার অথবা শনিবার (৫৬ বার) ছিলো।

চলুন একনজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ আরও কিছু বিষয়।

ঘটনাবলী
১৫২৮ – মোঘল সম্রাট বাবরের চান্দেরি দুর্গ দখল।
১৮২০ – সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।
১৯২১ – হোসেন বিন আলী শরীফ মক্কার পুত্র বাদশাহ প্রথম ফয়সলকে ইংরেজরা ইরাকের বাদশাহ হিসেবে মনোনীত করে।
১৯৭৯ – চীনের উপ-প্রধানমন্ত্রী দেন জিয়াও পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার একটি চুক্তি স্বাক্ষর করেন এবং এই যুক্তির মাধ্যমে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক দশকের বৈরিতার অবসান ঘটে।
১৯৯২ – ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
১৯৯৬ – ভেনিসের লা ফেনিস অপেরা হাউস আগুনে পুড়ে যায়।
২০১৫ – মালয়েশিয়া দাপ্তরিকভাবে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০ নিখোঁজকে দুর্ঘটনা হিসাবে ঘোষণা করে এর সকল যাত্রী এবং ক্রুকে মৃত হিসাবে ঘোষণা করে।

জন্ম
১৮৪৩ – উইলিয়াম ম্যাকিন্লি, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি।
১৮৬০ – আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।
১৯২৬ – আব্দুস সালাম, নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানী তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।
১৯৫৪ – ওপ্রাহ উইন্ফ্রে, মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব।
১৮৯০ – ড. সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ছিলেন।

মৃত্যু
১৮৮৯ – ওসিপ জেটকিন, একজন রাশিয়ান বিপ্লবী ও সমাজতান্ত্রিক নেতা।
১৯৭৬ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত, একজন বাঙালি সাহিত্যিক।

তথ্যসূত্র : উইকিপিডিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন