বর্তমানে বিশ্বের সর্বাধিক আয়ের সিনেমা হলো অ্যাভেঞ্জার্স : এন্ডগেম। এবার টুইটারেও রেকর্ড গড়েছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ২২তম এই সিরিজটি।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটির তথ্যমতে, এই বছরের শুরু থেকে ৫০ মিলিয়নের অধিক টুইটে এন্ডগেম বিষয়টি উঠে এসেছে। এগুলোর মধ্যে রয়েছে ভক্তদের টুইট, রেসপন্স, অভিনেতা-অভিনেত্রীদের টুইট, সিনেমার স্পয়লিং না করার জন্য পরিচালকদের অনুরোধ ইত্যাদি।
চরিত্রদের মধ্যে হ্যাশট্যাগের মাধ্যমে সবচেয়ে বেশি টুইট হওয়া নামগুলো হলো থানোস, থর, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, লোকি, স্পাইডার-ম্যান, ব্ল্যাক উইডো ও গ্রুট।