বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হবে ১০ মে

আগামী ১০ মে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর উৎক্ষেপণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। বিটিআরসির পক্ষ থেকে সোমবার এই তথ্য জানানো হয়।

গত ৪ মে পরীক্ষামূলক পর্যবেক্ষণ সফলভাবে শেষ হয়েছে। তাই আগামী ১০ মে স্থানীয় সময় বিকেল ৪টায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে বলে স্পেসএক্স বিটিআরসিকে নিশ্চিত করেছে।

এরআগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ মে সকাল ৮টায় মহাকাশে যাত্রা করার কথা ছিল স্যাটেলাইটটির। তবে কারিগরি ত্রুটি ও আবহাওয়া প্রতিকূলে থাকায় নির্ধারিত দিনে মহাকাশে যাত্রা করতে পারেনি স্যাটেলাইটটি।

এর আগে ৪ মে স্যাটেলাইটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন