ইতিহাস গড়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ভারতকে ৯ উইকেটে ১১২ রানে আটকে ফেলে বাংলাদেশ ৭ উইকেটে ১১৩ রান করে। শেষ বলে ২ রান দরকার ছিলো, এমনই শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতে যায় বাংলার মেয়েরা।

১০ জুন কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৭ম আসরের ফাইনালে ভারত ছাড়া অন্য কোনও দেশ প্রথমবারের মতো শিরোপা জিতেলো। ২০০৬ সাল থেকে শুরু হওয়া মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ৬ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

বাংলাদেশের ক্রিকেটে এ এক গৌরবোজ্বল অধ্যায়। ছেলেরা পারেনি, তবে মেয়েরা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টুর্নামেন্ট ট্রফি এনে দিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন