Favourite Teacher

মিসেস সালমা চৌধুরী আমার খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন। তিনি আমার ক্লাস ১ থেকে ৩ পর্যন্ত ক্লাস টিচার ছিলেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেন। তার সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে তার মুখের হাসি। উনি তার ছাত্রদের সাথে সবসময় হাসিমুখে কথা বলতেন। স্কুলে যাওয়ার ভয়টা কখনও বুঝিনি তার কারনে। তার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং সুন্দর পড়ানোর কারনে স্কুলের ঐদিন গুলো ছিল অনেক আনন্দের। পড়ানোর ফাঁকে ফাঁকে গল্প বলা, ছাত্রদের গান, নাচ, আবৃতি করতে উদ্বুদ্ধ করা তার ক্লাসের সবচেয়ে মজার দিক ছিল।

ক্লাস ২ তে থাকতে একদিন স্কুল ছুটি হওয়ার পর আমি স্কুলে একা রয়ে যাই, আমার যার সাথে যাওয়ার কথা ছিল, সে আমাকে রেখেই চলে যায়। অনেক সময় পার হয়ে গেলে যখন স্কুল পুরো ফাঁকা হয়ে যায় তখন আমি অনেক ঘাবড়ে যায়। সেই সময় উনি টিচারদের কক্ষ থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে আমাকে দেখে দাঁড়ান এবং আমাকে জিজ্ঞেস করে আমাকে বাসা পর্যন্ত নিজে পৌঁছে দিয়ে আসেন। তার এই মমতাময়ী আচরণের কারনে আমি তাকে সবসময় অনেক অনেক পছন্দ করি। তার মাঝে আমি একজন আদর্শ মানুষের ছায়া দেখতে পাই, যে কিনা পরোপকারী এবং বন্ধু বৎসল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন