International Calling Code

প্রযুক্তির আশির্বাদে এখন মুহুর্তেই আমরা কাছের মানুষগুলোর খোঁজ খবর নিতে পারি, কথা বলতে পারি। যত সহজে দেশের ভেতর, এক এলাকা থেকে আরেক এলাকায় আমরা যোগাযোগ করি, ফোনকল করি, তত সহজে দেশের বাইরেও করতে পারি। 

কিন্তু, এর জন্যে রয়েছে কিছু নির্দিষ্ট কোড। এক এক দেশে যোগাযোগ করার জন্যে এক এক কোড। দেশের বাইরে কল করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে নাম্বারের আগে (+) চিহ্নটি ব্যবহার করা। এই চিহ্নটি International Dialing Prefix হিসেবে কাজ করে।

মোট নয়টি জোনে ভাগ করা হয়েছে কলিং কোডের এই সিস্টেমটিকে।

জোন ১: এই জোনে রয়েছে কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিশাল একটি অংশ। এই জোনের প্রতিটি দেশের কোড +১ দিয়ে শুরু। কোড +১ দিয়ে শুরু হলেও দেশভেদে +১ এর পরের অংশটুকু পরিবর্তিত হয়। 

যেমনঃ

কানাডা +১

বাহামা +১ ২৪২

বারমুডা +১ ৪৪১…

জোন ২আফ্রিকার অধিকাংশ দেশ এই জোন ২ এর অন্তর্ভুক্ত। +২ দিয়ে শুরু হয়ে +২ ৯৯ পর্যন্ত রয়েছে এদেশের কলিং কোডের সীমা।

যেমনঃ মিশরের +২০

ইথিওপিয়া +২৫১

উগান্ডা +২৫৬

জোন ৩ এবং ৪:  ইউরোপের যে দেশগুলো আয়তনে ছোটো, সেগুলোকে একত্রে জোন ৩ ও ৪ এর আওতাধীন করা হয়েছে। এর মধ্যে অধিক জনসংখ্যার দেশগুলো ৩ ডিজিটের কোড এবং কম জনসংখ্যার দেশগুলোকে দুই ডিজিট সমৃদ্ধ কোড দেয়া হয়েছে।

যেমনঃ

গ্রীস +৩ ০

নেদারল্যান্ড +৩১

স্পেন +৩৪

পর্তুগাল +৩৫১

সুইজারল্যান্ড +৪১

ইংল্যান্ড +৪৪

জোন ৫: ল্যাতিন আমেরিকার বিস্তির্ন অঞ্চল এই জোন ৫ এর অন্তর্ভুক্ত।

যেমনঃ আর্জেন্টিনা +৫৪

ব্রাজিল +৫৫

বলিভিয়া +৫৯১

জোন ৬দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওশেনিয়া অঞ্চল এই জোনের অন্তর্ভুক্ত।

যেমনঃ মালয়েশিয়া +৬০

অস্ট্রেলিয়া +৬১

জোন ৭বিশাল সোভিয়েত ইউনিয়ন এই জোন ৭ এর অন্তর্ভুক্ত। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো এই জোনের আওতাধীন। যদিও সোভিয়েত ইউনিয়ন এখন ভেঙ্গে অনেকগুলো দেশে বিভক্ত হয়ে গেছে, তারপরও কোডগুলো আর পরিবর্তন করা হয়নি।

এখানকার কোডগুলো এরকমঃ রাশিয়া +৭

ক্রিমিয়া +৭ ৩৬৫

জোন ৮পুর্ব এশিয়া এবং স্পেশাল কিছু সার্ভিস এই জোনের অন্তর্ভুক্ত। আমাদের বাংলাদেশও রয়েছে এই জোনে।

+৮৮০ বাংলাদেশের ইন্টারন্যাশনাল কলিং কোড। যুক্তরাজ্যের টেলিকমিউনিকেশন সংস্থা Inmarsat রয়েছে এই জোনে, তাদের কোড +৮৭০

জোন ৯: এশিয়ার বাকি অংশ তথা মধ্যপ্রাচ্য এই জোনের অন্তর্ভুক্ত। +৯১ ভারতের, +৯২ পাকিস্তানের। আবার সৌদি আরবের কলিং কোড +৯৬৬।

যে দেশে কল করতে হবে, যেমন, সৌদি আরবে যদি কল করতে হয়, তাহলে প্রথমে (+), তারপর কোড ৯৬৬, তারপর স্থানীয় মোবাইল বা টেলিকম নাম্বার দিতে হবে।

শুধু কল করার জন্যে নয়, এসএমএস কিংবা এমএমএস প্রেরনের জন্যেও এই কোড ব্যবহার করতে হয়। 

এছাড়া, Internatioanal Calling Code বিষয়ক বিভিন্ন মোবাইল অ্যাপ গুগল প্লে স্টোরে রয়েছে। 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন