ফায়ারফক্সের ফাইল শেয়ারিং সুবিধা চালু

আনুষ্ঠানিকভাবে সকলের জন্য উন্মুক্ত হলো জনপ্রিয় ওপেন সোর্স ওয়েব ব্রাউজার ফায়ারফক্সের ফাইল শেয়ারি সুবিধা ‘ফায়ারফক্স সেন্ড’। ২০১৭ সাল থেকে বেটা সংস্করণে থাকলেও মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এটি উন্মুক্ত করা হয়।

ফায়ারফক্স অ্যাকাউন্টে লগইন করা ছাড়াই ব্রাউজারের মাধ্যমেই সর্বোচ্চ ১ গিগাবাইট ফাইল পাঠানোর সুযোগ থাকছে এই সুবিধায়। তবে লগইন করলে আড়াই গিগাবাইট পর্যন্ত ফাইল পাঠানো যাবে। অন্যান্য ফাইল শেয়ারিং সেবার মতো এতে কোনো পেইড অপশন নেই। ফলে পুরোপুরি বিনামূল্যেই এই সেবা ব্যবহার করা যাবে।

ফায়ারফক্স সেন্ড এর মাধ্যমে ফাইল পাঠাতে হলে https://send.firefox.com/ প্রথমে সাইটে যেতে হবে। ফাইল আপলোড করার একটি লিংক জেনারেট হবে। তখন ঐ ফাইলটি কতোদিন সংরক্ষণ থাকবে কিংবা কতোবার ডাউনলোড করার পর সেটি মুছে যাবে তা নির্ধারণ করা যাবে। বর্তমানে একটি ফাইল সর্বোচ্চ ৭ দিন কিংবা ১০০ বার ডাউনলোড করার পর সেটি স্বয়ংক্রিয়ভাবে সার্ভার থেকে মুছে যাবে।

অধিক নিরাপত্তার জন্য লিংকের সাথে ব্যবহারকারীরা পাসওয়ার্ডও যুক্ত করতে পারবেন। ফলে কেউ ঐ লিংকে ঢুকে ফাইল ডাউনলোড করতে চাইলে তার উক্ত পাসওয়ার্ড প্রয়োজন হবে।

এই সেবায় কোনো বিরক্তিকর বিজ্ঞাপন কিংবা পপআপ নেই, যা অন্যান্য ফাইল শেয়ারিং সেবাগুলোয় দেখা যায়।

এই সপ্তাহের শেষের দিকে ফায়ারফক্স সেন্ডের অ্যান্ড্রয়েড অ্যাপের বেটা সংস্করণ প্রকাশ করা হবে বলে মজিলা জানিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন