ইকনমাস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ইকোনমিক ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘ইকনমাস্টার ১.০’ শীর্ষক আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসহ অর্থনৈতিক খাতসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখে তিনটি বিষয়ে প্রতিযোগিতাটি গত ২৭, ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিত হয়।

এতে সোশ্যাল কেইস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম গড মোড। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর ‘টিম নো সারপ্রাইজেজ’ এবং একই বিশ্ববিদ্যালয়ের এফএলবি টিম।

বইভিত্তিক কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিইউপির রয়েল বিইউপিয়ান টিম। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থস্বাস্থ্য এবং ব্র্যাক ইউনিভার্সিটির টিম র‍্যান্ড।

ডাটা অ্যানালাইসিস প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারহিন ইসলাম চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে বিইউপির মাহবুবুল আলম রিবু ও ব্র্যাক ইউনিভার্সিটির সামিহা বিনতে তারিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিইউপির বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।

এছাড়া প্রতিযোগিতায় বিচারক ও অতিথিদের মধ্যে ছিলেন স্বপ্নকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া, সুইস কনট্যাক্ট ওয়ার্ল্ডওয়াইডের ব্যবস্থাপক নাজমুল অভি হোসেন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কনসালট্যান্ট ফায়েজা আশরাফ, বিইউপির লেকচারার শাশীশ শামী কামাল, জুনিয়র রিসার্সার অ্যাসোসিয়েট ও লেকচারার ইয়াসিন সাফি, বিএসআর এর ফিন্যান্স কোঅর্ডিনেটর কামরুল হোসেন শুভ প্রমুখ।

প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলো ট্রাস্ট ব্যাংক। সহায়তা করেছে আইএফআইসি ব্যাংক। এছাড়া অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে চ্যাম্পস টোয়েন্টিওয়ান ডটকম ও বাংলা ট্রিবিউন, প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে ইত্তেফাক, রেডিও পার্টনার হিসেবে রেডিও আমার ৮৮.৪ এফএম, ডকুমেন্টেশন পার্টনার হিসেবে ফ্রেম, আউটফিট পার্টনার ক্যাটস আই এবং সৌজন্য পার্টনার হিসেবে ছিলো নারায়নগঞ্জ জেলা প্রশাসন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন