হরিণের শিং গাছ

দেখতে অনেকটা ক্রিসমাস ট্রি’র মতো। তবে এটি আসলে হরিণের শিং দিয়ে মোড়ানো গাছ। ১৯৬৮ সালে কিম্বল বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেন্স ক্লাব টেক্সাসের জাংশনে গাছটি তৈরি করে। জায়গাটি শিকারের জন্য অন্যতম জনপ্রিয় স্থান।

১২ ফুট উচ্চতার গাছটি বিভিন্ন দিবসে আলোকসজ্জিত করা হয়। ফলে তখন এটি ক্রিসমাস ট্রি’র রূপ নেয়। প্রতিনিয়ত হরিণের শিং গাছটি দেখতে পর্যটকরা ভিড় করেন সেখানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন