ইউনিসেফ : কার্যক্রম ও বাংলাদেশ প্রেক্ষিত

জাতিসংঘ শিশু তহবিল (United Nations Children’s Fund) বা ইউনিসেফ (UNICEF=United Nations International Children’s Emergency Fund) জাতিসংঘের একটি বিশেষ সংস্থার নাম। প্রতিষ্ঠাকালীন সময় এই সংস্থার নামের সাথে আন্তর্জাতিক (International) এবং জরুরী (Emergency) শব্দ যুক্ত থাকলেও পরে বাদ দেয়া হয়, তবে সংক্ষেপে ইউনিসেফ প্রচলিত অবস্থায় থেকে যায়।

প্রতিষ্ঠা
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে এই সংস্থা গঠনের সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এই সংস্থাটি। এটির সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত।

কার্যক্রম
শিশুদের অধিকার রক্ষায় কাজ করে ইউনিসেফ, বিশেষ করে তাদের জন্য যারা সব ধরনের সুযোগ ও সেবা থেকে বঞ্চিত। শিশুদের জন্মের পর থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠা পর্যন্ত – পুরো জীবনচক্র নিয়ে কাজ করে ইউনিসেফ। শিশুর উন্নতি এবং নিরাপত্তায় ভূমিকা রাখছে ইউনিসেফ।

বাংলাদেশে ইউনিসেফ
১৯৪৯
পূর্ব পাকিস্তানে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিয়ে ব্যাংককে একটি ফিল্ড অফিস চালু করে ইউনিসেফ।

১৯৪৯
দুইজন স্টাফ ও একজন গাড়িচালক নিয়ে ঢাকায় প্রথম কার্যালয় চালু করা হয়।

১৯৫০-১৯৭০
যক্ষা (টিবি), গুটি বসন্ত, ম্যালেরিয়া ও কলেরা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে ইউনিসেফ। উন্নততর মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবার ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করা হয়। এর বাইরে টয়লেট, পানি সরবরাহের উন্নয়ন এবং শিক্ষা, প্রশিক্ষণ ও সাধারণ মানুষরে জীবিকা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।

১৯৭০
১২ নভেম্বর উপকূলে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত হানে এবং এতে পাঁচ লাখের মতো মানুষ মারা যায়। আরও ৪৫ লাখ মানুষ তাদের বসতভিটা, বাড়িঘর, মাছ ধরার নৌকা ও পশুসম্পদ হারায়।ইউনিসেফ সে সময় সাড়ে ১১ হাজারের বেশি কূপ মেরামত ও পুনঃনির্মাণ করে এবং এক হাজার টন চাল ও অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহ করে।

১৯৭১
মুক্তিযুদ্ধের সময় প্রায় এক কোটি মানুষ ভারতে পালিয়ে যায়। তাদের আশ্রয়, খাবার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও রান্নার সরঞ্জামাদি সরবরাহের জন্য ইউনিসেফ কলকাতায় জাতিসংঘের অন্য সংস্থার সঙ্গে কাজ করে। শরণার্থী শিবিরে সাড়ে ছয় লাখ শিশুকে সম্পূরক খাদ্য সরবরাহে সহযোগিতা দেওয়া হয়। ১ আগস্ট নিউ ইয়র্কে বাংলাদেশের জন্য জর্জ হ্যারিসনের কনসার্ট এই মানবিক সংকটের প্রতি বিশ্বের মনোযোগ আকর্ষণ করে এবং তার মাধ্যমে শরণার্থীদের সহায়তায় ইউনিসেফ পরিচালিত কাজের জন্য তহবিল সংগৃহীত হয়। এ ধরনের কনসার্ট এটাই ছিল প্রথম এবং সেটি সমকালীন আরও মানবিক সংকট মোকাবেলায় তহবিল সংগ্রহের আয়োজনের প্রেরণা হিসেবে স্বীকৃতি লাভ করে। অ্যালবাম ও ফিল্ম বিক্রির সঙ্গে সঙ্গে বাংলাদেশ ও যুদ্ধপীড়িত জনগোষ্ঠীর দুর্দশা সম্পর্কে মানুষ জানতে পারার পাশাপাশি ইউনিসেফের জন্য জর্জ হ্যারিসন তহবিলে অর্থ আসতে থাকে। ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তবে যুদ্ধ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার পাশাপাশি জাতির মনোজগতে একটি গভীর ক্ষত রেখে যায়।

১৯৭২-৭৩
বাংলাদেশে জাতিসংঘের পুনরুদ্ধার কার্যক্রমে তিন কোটি ২০ লাখ ডলারের সহায়তা দিয়ে ভূমিকা রাখে ইউনিসেফ। শিশুদের জন্য ভিটামিনযুক্ত ও উচ্চ প্রোটিন সমৃদ্ধ সম্পূরক খাবার সরবরাহ এবং নিরাপদ পানি পাওয়ার উৎস প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে সংস্থার কার্যক্রমগুলো পরিচালিত হয়।

১৯৭৪
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর জাতিসংঘে যোগ দেয়।

১৯৭৭
সরকার ও ইউনিসেফের যৌথ পরামর্শক গ্রুপের (জেজিইউএজি) অধীনে ইউনিসেফ প্রথমবারের মতো নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম শুরু করে।এই গ্রুপ ধারাবাহিকভাবে নারী ও শিশুর পরিস্থিতি পর্যালোচনা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় উন্নয়ন কর্মসূচি প্রণয়নের পরামর্শ দিয়েছে।

১৯৭৮
ইউনিসেফের তিন লাখ টিউবওয়েল স্থাপন এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রতি ২৫০ জনের জন্য একটি চাপকলের ব্যবস্থা হয়।

১৯৭৯
ইউনিসেফের সহযোগিতায় সরকার ন্যাশনাল ওরাল রিহাইড্রেশন ক্যাম্পেইন শুরু করে।বাংলদেশে উদ্ভাবিত খাবার স্যালাইন প্রথম ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় কলেরা আক্রান্ত শিশুদের দেওয়া হয়। এই ওর্যাল রিহাইড্রেশন স্যালাইন (ওআরএস) হল ডায়রিয়ায় সৃষ্ট পানিশূন্যতা পূরণের জন্য সঠিক অনুপাতে পানি, লবণ ও গ্লুকোজের দ্রবণ।

শিশুদের ডায়রিয়া, টিটেনাস, পারটুসিস, যক্ষা, হাম ও পোলিওর টিকা দিতে ১৯৭৯ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু করা হয়।

১৯৮৪
ইউনিসেফ গ্রামীণ ব্যাংকের ১৬টি সিদ্ধান্ত প্রণয়নে সহযোগিতা করে। এর আওতায়ই দরিদ্র নারীরা সংস্থাটি থেকে ক্ষুদ্রঋণ নিয়ে নিজের ও সন্তানের যত্ন, ছেলে-মেয়েদের শিক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবব্ধ হয়।

১৯৮৫
ইপিআই কর্মসূচি জোরদারের লক্ষ্যে সরকার এবং দেশি-বিদেশি অংশীদারদের সঙ্গে কাজ করে ইউনিসেফ। এর ফলে পাঁচ বছরের মধ্যে সময়মতো সব টিকাপ্রাপ্ত ১ বছরের কম বয়সী শিশুর হার ২ শতাংশ থেকে বেড়ে ৬২ শতাংশে উন্নীত হয়।

১৯৯০
২৬ জানুয়ারি শিশু অধিকার সনদ (সিআরসি) অনুসমর্থন করে বাংলাদেশ।

১৯৯২
মীনা আসে এই বছরে। কাল্পনিক চরিত্র মীনার বয়স নয় বছর। চলচ্চিত্র, বই, পোস্টার ও রেডিও অনুষ্ঠানে শিশুর অধিকার প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরে মেয়েটি।

১৯৯৩
ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি ধরা পড়ে নিরাপদ পানি পাওয়ার সুযোগপ্রাপ্তের সংখ্যা অনেক কমে আসে। সে সময় সব টিউবওয়েল পরীক্ষা এবং আর্সেনিক দূষিতগুলোতে লাল এবং নিরাপদগুলো সবুজ রং লাগিয়ে চিহ্নি করার কাজে সরকারকে সহযোগিতা করে ইউনিসেফ।

১৯৯৫
তৈরি পোশাক কারখানায় শিশুশ্রম দূর করতে ইউনিসেফ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেন গার্মেন্ট মালিকরা।

১৯৯৬
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ‘আইডিইএএল’ নামে একটি কর্মসূচি শুরু করে ইউনিসেফ ও বাংলাদেশ সরকার। এই প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রায় অর্ধেক বিদ্যালয়ে কাজ করা হয়।

২০০৬
প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০ হাজার শিশুর মৃত্যু রোধে ইউনিসেফ বিশ্বের সবচেয়ে বড় হাম প্রতিরোধক কর্মসূচিতে সহযোগিতা করে। এ কর্মসূচির আওতায় বাংলাদেশের তিন কোটি ৩৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়, সে কারণে এককভাবে এটাই বাংলাদেশের সর্ববৃহৎ গণস্বাস্থ্য উদ্যোগ।

২০০৭
ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড় সিডরে বাংলাদেশের প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ডিসেম্বর নাগাদ ক্ষতিগ্রস্তদের জরুরি চাহিদা পূরণ ও ত্রাণ সহায়তায় দুই কোটি ২০ লাখ ডলার ব্যয় করে ইউনিসেফ। এর আগে ১৯৮৮ ও ২০০৪ সালে একই ধরনের বন্যা এবং ১৯৯১ সালের ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সামালের অভিজ্ঞতা বিভিন্ন দুর্যোগ মোকাবেলা এবং হাজার হাজার মানুষের জীবন রক্ষায় কাজ দেয়।

২০১১
বাংলাদেশে ২২০ জনের বেশি কর্মী নিয়ে কাজ করে ইউনিসেফ বছরে এদেশের উন্নয়ন খাতে প্রায় ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলারের ভূমিকা রাখছে। বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে ইউনিসেফ।

২০১৩
সরকার ‘শিশু আইন ২০১৩’ অনুমোদন দেয়। এটা নিপীড়ন, সহিংসতা, বঞ্চনা থেকে শিশুদের রক্ষার পাশাপাশি তাদের ন্যায়বিচার পাওয়ার পক্ষে একটি সমন্বতি আইনি কাঠামো দিয়েছে। জাতিসংঘের শিশূ অধিকার সনদকে (সিআরসি) ভিত্তি ধরে এই আইন করা হয়েছে।

প্রতি বছর পাঁচ বছরের কম বয়সী এক লাখ আট হাজার শিশুর জীবন বাঁচানোর মধ্য দিয়ে ২০৩৫ সাল নাগাদ শিশুমৃত্যু হার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে একটি কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ।

২০১৫
সহস্রাব্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) মাতৃমৃত্যু এবং পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার কমিয়ে আনার যে লক্ষ্য তা অর্জন করে বাংলাদেশ। এক্ষেত্রে প্রতিবেশী দক্ষিণ এশীয় দেশগুলোর তুলনায় বাংলাদেশ বেশ এগিয়ে রয়েছে।

২০১৬
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে গুরুত্ব দিয়েই ইউনিসেফের ২০১৭-২০২০ সাল মেয়াদি নতুন কান্ট্রি কর্মসূচি শুরু হয়েছে। এই বছরই ইউনিসেফ একটি প্লটের মালিকানার সরকারি অনুমোদন পায়। ১৯৯৬ সালে জাতিসংঘকে দেওয়া হয়েছিল জমিটি। ঢাকার আগারগাঁওয়ে এই প্লটেই নিজস্ব ভবন তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে ইউনিসেফ।

মাঠপর্যায়ে ইউনিসেফ
জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে ফিল্ড অফিস পরিচালনায় ইউনিসেফ অনন্য। সংস্থার কর্মীরা ফিল্ড অফিসগুলো পরিচালনা করেন এবং তারা দেশজুড়ে একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছেন।

বাংলাদেশের আট প্রশাসনিক বিভাগেই আমাদের কার্যালয় রয়েছে। বিভাগগুলো ৬৪ জেলায় বিভক্ত। প্রধান প্রধান শহরের অনুসারে বিভাগগুলোর নাম, যেখানে প্রশাসনিক দপ্তরগুলো অবস্থিত। শতাধিক ফিল্ড কর্মকর্তা-কর্মচারী স্থানীয় সরকার পর্যায়ে সহযোগীদের সঙ্গে মিলে আমাদের কর্মসূচি বাস্তবায়ন ও তদারকিতে কাজ করছেন।

ঢাকা
বাংলাদেশের অধিকাংশ কার্যক্রমের কেন্দ্রে পরিণত হওয়া রাজধানী ঢাকায় এ বিভাগীয় অফিস। কোটির বেশি মানুষের বসবাসের এই শহর বিশ্বের সবচেয়ে বর্ধিষ্ণু মহানগর। ইউনিসেফের এই ফিল্ড অফিস থেকে ১৩ জেলায় সংস্থটির কার্যক্রম পরিচালিত হয়। জেলাগুলো হল- ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল।

চট্টগ্রাম
এই বিভাগ বাংলাদেশের দক্ষিণপূর্ব অঞ্চলজুড়ে, যা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বন্দরনগরী বলে খ্যাত চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। এ বিভাগের অন্তর্ভুক্ত পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যার অর্ধেকই জাতিগত সংখ্যালঘু। চট্টগ্রাম ফিল্ড অফিস ১১টি জেলায় কার্যক্রম পরিচালনা করে: চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর ও নোয়াখালী।

খুলনা
আমাদের খুলনা ফিল্ড অফিস দক্ষিণ-পূর্বের ১০টি জেলায় কার্যক্রম পরিচালনা করে: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রশাসনিক সদরদপ্তর খুলনা ঢাকা ও চট্টগ্রামের পর তৃতীয় বৃহত্তম শহর। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট ও রয়েল বেঙ্গল টাইগারের অভয়াশ্রম সুন্দরবনসহ ইউনেস্কোর বেশ কিছু ঐতিহ্য নিদর্শন রয়েছে এ অঞ্চলে।

ময়মনসিংহ
২০১৫ সালে বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রশাসনিক বিভাগ হওয়ার আগ পর্যন্ত ময়মনসিংহ ঢাকা বিভাগের অন্তর্গত ছিল। আমাদের ফিল্ড অফিস এখানকার চারটি জেলায় কাজ করে: জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর। ময়মনসিংহভিত্তিক কর্মীরাই রাজশাহী বিভাগের জেলা সিরাজগঞ্জে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।

রংপুর
দেশের উত্তরাঞ্চলের এ বিভাগে ইউনিসেফের ফিল্ড অফিস ৮টি জেলায় কার্যক্রম চালায়। গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড় ও দিনাজপুরে তারা কাজ করে।

রাজশাহী
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিভাগ রাজশাহীর আটটি জেলা রয়েছে। তার মধ্যে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাপাইনবাবগঞ্জ, পাবনা ও রাজশাহীতে কার্যক্রম পরিচালনা করে ইউনিসেফের ফিল্ড অফিস।

বরিশাল
ছয়টি জেলা নিয়ে বাংলাদেশের দক্ষিণ-মধ্যাঞ্চলের বিভাগ। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর। মূলত ঊপকূলবর্তী এই জেলাগুলো ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ।

সিলেট
ইউনিসেফের সিলেট কার্যালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলোয় কার্যক্রম পরিচালনা করে। এসব জেলার কয়েকটিতে আবার অনেক হাওড় রয়েছে। বিস্তীর্ণ জলাশয়গুলো বর্ষায় বিপুল জলরাশিতে পূর্ণ হয়ে ছোট ছোট দ্বীপের চেহারা নেয়। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা নিয়ে এই বিভাগীয় অফিসের কাজ।

নোবেল শান্তি পুরস্কার
১৯৬৫ সালে ইউনিসেফ তাদের কল্যাণমুখী ভূমিকার কারণে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়।

তথ্যসূত্র : ইউনিসেফ, উইকিপিডিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন