২০০৫ সালের পর এ বছর খালি চোখে দেখতে পাওয়া যাবে সৌরজগতের ৫টি গ্রহ একইসাথে একই রেখা বরাবর অবস্থান করবে। গ্রহগুলো হচ্ছে বৃহস্পতি, শনি, মঙ্গল, বুধ ও শুক্র। এই দশকে প্রথমবারের মত ঘটবে এই ঘটনা।
মেলবোর্নের সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. অ্যালান ডাফি বলেন, গ্রহগুলোর এ রকম সারিবদ্ধ অবস্থান মহাবিশ্বের এক বিচিত্র ঘটনা। প্রতিটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করার জন্য ভিন্ন ভিন্ন সময় নেয়। তাই একই রেখায় এই পাঁচটি গ্রহকে দেখতে পাওয়া এক বিশাল ব্যাপার।
গ্রহগুলোকে এই অবস্থানে দেখতে পাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, সূর্য উঠার ৪৫ মিনিট আগে।
উত্তর গোলার্ধে অবস্থানকারীরা এই ঘটনা দেখতে পেয়েছে জানুয়ারির ২০-২৪ তারিখ সূর্য উঠার কিছুক্ষণ আগে। দক্ষিণ দিকে তাকালে পূর্ব প্রান্তের সবচেয়ে কাছে দেখা যাবে বুধ গ্রহকে এবং সবচেয়ে দূরে থাকবে বৃহস্পতি। সূর্যোদয়ের আগে খালি চোখেই দেখা যাবে গ্রহগুলোকে। তবে টেলিস্কোপ থাকলে দেখা যাবে আরও ভালোভাবে।