সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ

প্রতি বছরই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে ফোর্বস সাময়িকী। এই তালিকায় বিগত বছরের তুলনায় গত এক বছর কতো আয় হয়েছে তা উল্লেখ করা হয়। এই তালিকায় বিশ্বসেরা ক্রীড়াবিদরাও থাকেন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করা হয়েছে। তাহলে কে আছেন শীর্ষস্থানে?

এবারে শীর্ষস্থান দখল করেছেন বিখ্যাত বক্সার ফ্লয়েড ‘মানি’ মেওয়েদার। এই নিয়ে গত সাত বছরের মধ্যে চারবারই শীর্ষস্থান দখল করলেন তিনি। গত দুইবার তালিকার প্রথম স্থানেই ছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তাঁকে হটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি চলে এসেছেন তালিকার দ্বিতীয় স্থানে। এর আগে লিওনেল মেসির অবস্থান ছিল একবার দ্বিতীয়, অন্য আরেকবার তৃতীয়।

গত বছরে মেওয়েদারের মোট আয় হয়েছে ২৮৫ মিলিয়ন ডলার। মূলত খেলা এবং বিভিন্ন পণ্যের প্রচার অর্থাৎ বিজ্ঞাপন থেকে এই আয় এসেছে। ১১১ মিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেসি। আর ১০৮ মিলিয়ন ডলার আয় নিয়ে তৃতীয় অবস্থানে রোনালদো। চতুর্থ স্থানে থাকা মিক্স-মার্শাল আর্টের রাজা কনর ম্যাকগ্রেগর এর আয় ৯৯ মিলিয়ন ডলার। ব্রাজিলীয় তারকা নেইমার আছেন ম্যাকগ্রেগরের পরের স্থানেই, তাঁর আয়ের পরিমান ৯০ মিলিয়ন ডলারের মত।

world's top earning athlete
ছবি: সংগৃহীত

চলুন একনজরে দেখে নিই সর্বোচ্চ আয় করা ১০ ক্রীড়াবিদ।
• ফ্লয়েড মেওয়েদার – বক্সিং (২৮৫ মিলিয়ন)
• লিওনেল মেসি – ফুটবল (১১১ মিলিয়ন)
• ক্রিশ্চিয়ানো রোনালদো – ফুটবল (১০৮ মিলিয়ন)
• কনর ম্যাকগ্রেগর – মিক্সড মার্শাল আর্ট (৯৯ মিলিয়ন)
• নেইমার – ফুটবল (৯০ মিলিয়ন)
• লেব্রন জেমস – বাস্কেট বল (৮৫.৫ মিলিয়ন)
• রজার ফেদেরার – টেনিস (৭৭.২ মিলিয়ন)
• স্টিফেন কারি – বাস্কেট বল (৭৬.৯ মিলিয়ন)
• ম্যাট রায়ান – আমেরিকান ফুটবল (৬৭.৩ মিলিয়ন)
• ম্যাথেউ স্টাফোর্ড – আমেরিকান ফুটবল (৫৯.৫ মিলিয়ন)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন