বিমানের সঙ্গে পাল্লা দিয়ে উড়লো মানুষ ! (ভিডিও সহ)

দুঃসাহসী ‘জেট ম্যান’ ওয়াইভেস রোজি এবং ভিনসেন্ট রেফেট এবার পাল্লা দিলেন বিমানের সাথে। দৈত্যাকার একটি এমিরেটস এ-৩৮০ বিমানের সাথে পাল্লা দিয়েছেন তারা।

দুবাইয়ের বিখ্যাত পাম জুমেরাহ দ্বীপের উপর দিয়ে উড়ার সময় এই দুজনকে প্লেনটির তুলনায় খুবই ছোট দেখাচ্ছিল।

রেকর্ড সৃষ্টিকারী এই উড্ডয়নের পর উত্তেজিত রোজি বলেন, ‘মনে হচ্ছিল যেন আমরা দুইটি মশা, একটি ঈগলের সাথে পাল্লা দিচ্ছি’।

দুজনের জেটপ্যাকে রয়েছে ৪টি ইঞ্জিন ও একটি কেভলার পাখা। রুদ্ধশ্বাস এই ফ্লাইট ১০ মিনিট স্থায়ী ছিল।

যদিও ভিডিও দেখে মনে হয়েছে এরা খুব সহজেই উড়ছিলেন কিন্তু প্রকৃতপক্ষে এটা ছিল ভীষণ কষ্টকর আর ঝুঁকিপূর্ণ একটি কাজ। প্রায় ৪ হাজার ফুট উপরে এই উড়া একটি বিমানের জন্য সহজ হলেও পিঠে জেটপ্যাক লাগানো মানুষের জন্য খুবই কঠিন। তবে উড্ডয়নের আগে সব পরিকল্পনা এবং হিসাব-নিকাশ খুব সতর্কতার সাথে করে নেয়া হয়েছিল।

এমিরেটসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদেল আল রেধা বলেন, ‘মানুষ এবং মেশিনের মধ্যে এই প্রতিযোগিতা যেন মানুষের হাজার বছরের স্বপ্নকে সত্যি করলো’। তবে এই দুইয়ের মধ্যে ছিল বিশাল ফারাক। এয়ারবাসটি উৎপন্ন করে ৭০ হাজার এলবিএস থ্রাস্ট যেখানে জেটপ্যাক করে মাত্র ৮৮ এলবিএস।

এয়ারবাসটি গতিবেগ ৪৯০ নট এবং জেটপ্যাকের ১৭০ নট। অন্যদিকে এ-৩৮০-এর ওজন ৫ লাখ ৬০ হাজার কেজি আর জেটপ্যাকসহ মানুষের ওজন ১৫০ কেজি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন