খেলনা বিক্রিতে রেকর্ড

নতুন স্টার ওয়ার্স সিনেমা মুক্তি পেতে এখনো কিছুদিন বাকি আছে। কিন্তু এরই মধ্যে জার্মানির খেলনার দোকানগুলো রেবেল এলায়েন্স আর ইমপেরিয়াল আর্মির খেলনা দিয়ে ভরে উঠেছে।

এই ছুটির মৌসুমে ডেথ স্টার আর স্টোর্মট্রুপার্স খেলনা রয়েছে বাচ্চাদের পছন্দের তালিকায়। এরকম জনপ্রিয় কিছু মুভি-সংক্রান্ত খেলনা কেনায় অন্য যেকোনো সময়ের চেয়ে এবার জার্মানদের মধ্যে বেশি আগ্রহ দেখা যাচ্ছে।

এই মৌসুমের বিক্রি যদি আশানুরূপ হয় তাহলে এবছর জার্মানিতে খেলনা বিক্রি নতুন রেকর্ড তৈরি করবে। প্রায় ৩.৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে এ বছরের খেলনা কেনার মোট অর্থের পরিমান। যা গত বছরের চেয়ে ৪ শতাংশ বেশি। এ তথ্য জানিয়েছে জার্মানির টয় এন্ড গেম রিটেইলারস এসোসিয়েশন।

এ বছর খেলনার বাজার দখল করে রেখছে মুভি ফ্রেঞ্চাইজগুলো। গত অক্টোবর মাসে বিগত বছরের অক্টোবর মাসের চাইতে সিনেমা-সংক্রান্ত খেলনা বিক্রি হয়েছে ৫০ শতাংশ বেশি।

ডিসেম্বরের ১৮ তারিখ প্রেক্ষাগৃহে আসছে স্টার ওয়ার্স সিনেমার ৭ম পর্ব। তাই আগেভাগেই এই সিনেমার খেলনা মার্চেন্ডাইজ কেনার ধুম পড়ে গেছে সবার মাঝে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন